আজ শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্‌রম ১৪৪৭ | সকাল ১০:৪৮

ট্রাক চাপায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

ডান্ডিবার্তা | ০৩ জুলাই, ২০২৫ | ১০:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে ট্রাক চাপায় শহীদ (৫০) নামক এক বাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার ভূলতা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পাড়াবালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। দীর্ঘদিন যাবত তিনি সপরিবারে উপজেলার কর্ণগোপ এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ভাঙ্গারি ব্যবসায়ী। নিহতের চাচা আব্দুল খালেক জানান, সে ভ্যান গাড়ি নিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন মহল্লায় ঘুরে ফেড়ি করে বিভিন্ন লোহার গড়দা মাল ক্রয় করে দোকানে বিক্রি করতো। প্রতিদিনের ন্যায় আজ সকালেও সে ফেড়ি করে ভাঙ্গারি মালামাল ক্রয় করতে বেরিয়েছিল। বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এলে দ্রæতগামী একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন ওই পথচারীকে ভুলতা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেছুর রহমান বলেন, বুধবার বিকালে উপজেলার ভূলতা এলাকায় দ্রæতগামী একটি ট্রাক ভাঙ্গারি ব্যবসায়ীকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন ওই পথচারীকে ভুলতা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসে রেখে পালিয়ে যায়।পরিবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা