আজ বৃহস্পতিবার | ৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ৭ মহর্‌রম ১৪৪৭ | রাত ১১:২৯

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করতে চাই: ডিসি

ডান্ডিবার্তা | ০৩ জুলাই, ২০২৫ | ১০:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসাবে গতকাল বুধবার সকালে লাঙ্গলবন্দে বৃক্ষ রোপণ করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি প্রথমে কর্মসূচির উদ্বোধন করেন এবং নিজ হাতে বৃক্ষ রোপণ করেন। এ সময় তার সাথে ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রহিমা আক্তার ইতি। মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসানের তত্তাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিষদের মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, মহিলা মেম্বার খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার ও পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ। জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে পরিষদের কার্যক্রমের খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজের পরিবেশে শ্বাস নিতে পারে। আমি নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন ও গ্রীন সিটিতে পরিনত করতে চেষ্টা করছি। আর বৃক্ষ রোপন হলো ছদকায়ে জারিয়া। আমরা বনজ-ফলজ সব ধরনের গাঠ রোপণ করে যাব। পরে তিনি বন্দর উপজেলা পরিষদের অনুষ্ঠানে যোগ দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা