আজ শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্‌রম ১৪৪৭ | সকাল ১০:২৮

অতিরিক্ত বৃষ্টিপাতে বন্দরের নি¤œাঞ্চল প্লাবিত

ডান্ডিবার্তা | ১০ জুলাই, ২০২৫ | ১০:৩৯ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে বন্দরে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে চরম দূর্ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগন। পয়ঃনিস্কাশন ব্যবস্থা না থাকার কারনে বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ ছাড়াও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া, চর ঘারমোড়া, বুরুন্দী, ১নং মাধবপাশা, কান্দীপাড়া, হাজরাদী চাঁনপুর, শান্তিনগর, চর ধলেরশ্বরী, কলাগাছিয়া, মহনপুরসহ বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। অতিমাত্রায় বৃষ্টিপাতের কারনে বন্দরে শীতলক্ষ্যা, ধলেরশ্বরী ও ব্রহ্মপুত্র নদীর পানি অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, বৈরী আবহাওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্দরে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। ভারি বৃষ্টিপাতের কারনে দিনমজুর, কর্মজিবী ও শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তি শিকার হয়েছে। বন্দরে অধিকাংশ রাস্তা ছিল ফাঁকা। এ ব্যাপারে দিনমজুর রমজান মিয়া গণমাধ্যমকে জানান, গত কদিনের টানা বৃষ্টির কারনে আমাদের রুজিরোজগার কমে গেছে। বৃষ্টিপাতের কারনে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন। এ ছাড়াও অনেক দিনমজুর বৃষ্টির মধ্যে গাড়ী চালিয়ে জ্বর, ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। নৌ-বাহিনী কর্তৃক পরিচালিত সোনাকান্দা ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জি এম আজমীর গণমাধ্যমকে জানান, আমাদের স্কুলে পরিক্ষা চলছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে রাস্তা ঘাটে রিক্সা, মিশুক থাকছে না। দ্বিগুন ভাড়া দিয়েও রিক্সা মিশুক পাচ্ছি না। এক পর্যায়ে বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে পরিক্ষা দিতে হচ্ছে। দক্ষিন ঘারমোড়া এলাকার বাসিন্দা হৃদয় আহাম্মেদ শাহীন গণমাধ্যমকে জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে দক্ষিন ঘারমোড়া প্রধান সড়কে হাটুপানিতে পরিনত হয়েছে। পয়ঃনিস্কাশন ব্যবস্থা না থাকার কারনে চরম র্দূভোগের মধ্য রয়েছে সাধারণ জনগন। কৃত্রিম বন্যার কবল থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগীরা।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা