আজ শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্‌রম ১৪৪৭ | রাত ১:১৭

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রুবেল গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ১১ জুলাই, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল (২৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত রুবেল আড়াইহাজার উপজেলার ঋষেরচর এলাকার রেহাজউদ্দিনের ছেলে। র‌্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজার উপজেলার বাগবাড়ী এলাকার শাহাদাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-১১-এর সিপিসি-১ নারায়ণগঞ্জ এবং সিপিএসসি নরসিংদীর যৌথ আভিযানিক দল। র‌্যাব জানায়, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে আড়াইহাজার উপজেলার মনোহরদী ঋষেরচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রুবেল (২৫) নামের এক যুবককে মারধর করে হত্যা করা হয়। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার একাধিক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদÐ প্রদান করেন। তবে রায় ঘোষণার আগেই মো. রুবেল আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা