আজ শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৪:২১

বন্দরে পূর্ব শত্রæতায় সুজনকে কুপিয়ে হত্যার চেষ্টা

ডান্ডিবার্তা | ১১ জুলাই, ২০২৫ | ১১:৪৯ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরের নাসিক ২৪নং ওয়ার্ডের উত্তর নোয়াদ্দা এলাকায় পূর্ব শত্রæতার জেরে সুজন নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। আহত সুজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে বন্দর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে বক্তারকান্দি মসজিদের সামনে বাদীর পুত্র সুজনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালায় মামুন, রাজিব, ইব্রাহিম, মাসুম ও আবিবসহ একদল সন্ত্রাসী। এসময় তাদের হাতে থাকা চাপাতি, ছোরা, কুড়াল ও লোহার পাইপ ছিল। ১ নম্বর আসামী মামুন চাপাতি দিয়ে সুজনের ঘাড়ে কোপ মারলে সে প্রতিহত করতে গিয়ে ডান হাতের দুটি আঙুল হারায়। এরপর ২ নম্বর আসামী রাজিব ধারালো ছোরা দিয়ে তার বাম বগলের নিচে আঘাত করে, যার ফলে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। অন্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। সুজনের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাদীর অভিযোগ, ঘটনার পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনকে অপহরণ করতে আবারও চেষ্টা চালায় অভিযুক্তরা। তারা চিকিৎসার কাগজপত্রও ছিনিয়ে নেয়। থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেন বাদী। তিনি আরও বলেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে থানায় কোনো কার্যকর ব্যবস্থা নেয়া যাচ্ছে না। আদালতে দায়ের করা মামলায় তিনি আসামিদের বিরুদ্ধে দ্রæত গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা