আজ শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৮

শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে না’গঞ্জে ‘টিইউসি’র সমাবেশ

ডান্ডিবার্তা | ১২ জুলাই, ২০২৫ | ১১:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গাজীপুরের কোনাবাড়ি এলাকার গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয় হত্যার হুকুমদাতা কারখানার মালিকসহ সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ও শ্রমিক ছাঁটাই-নির্যাতন মামলা-হয়রানি বন্ধ করে শ্রমিক নেতৃবৃন্দের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা এবং সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধনের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ‘টিইউসি’ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি তপন কুমার রায়, যুগ্ন সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সংগঠনিক সম্পাদক এম এ শাহীন, আইন বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বাবুল, অর্থ সম্পাদক কিশোর লাল, সদস্য দুলাল সাহা, হকার নেতা আব্দুস সালাম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকার গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয়’কে চুরির অভিযোগ তুলে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কারখানা মালিকের হুকুমে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। শ্রমিক হত্যার দায় মালিক এড়াতে পাড়েনা। হত্যাকান্ডে জড়িত ক’জন কে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু মূল অপরাধী কারখানার মালিক’কে গ্রেফতার করা হচ্ছে না। তাকে রক্ষা করার ষড়যন্ত্র করা হচ্ছে। এটা কোনভাবেই মেনে নেয়া হবে না। মালিকসহ সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, গত ৫ আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের ওপর শোষণ–নির্যাতন বন্ধ হয়নি অব্যাহত রয়েছে। শ্রমিক ছাঁটাই-নির্যাতন মামলা-হয়রানি করে শ্রমিকদের জীবন অতিষ্ঠ করে তুলা হচ্ছে। যা শিল্পের জন্য শোভনীয় হবে না। এসব পরিহার করে শিল্পের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিক ও নেতৃবৃন্দের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। দ্রব্যমূল্যের ঊধ্বর্মূখী বাজারে শ্রমিকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। স্থায়ী মজুরি কমিশন বোর্ড গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। প্রচলিত শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী ধারার অপব্যবহার করে মালিকরা শ্রমিকদের সারাজীবনের চাকরির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে খালি হাতে বিদায় করে দিচ্ছে। শ্রমিক স্বার্থবিরোধী এসব কালাকানুন চলমান থাকতে পারে না। দেশের সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন ও কার্যকর করে শ্রমিকের অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা