
ডান্ডিবার্তা রিপোর্ট
গাজীপুরের কোনাবাড়ি এলাকার গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয় হত্যার হুকুমদাতা কারখানার মালিকসহ সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ও শ্রমিক ছাঁটাই-নির্যাতন মামলা-হয়রানি বন্ধ করে শ্রমিক নেতৃবৃন্দের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা এবং সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধনের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ‘টিইউসি’ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি তপন কুমার রায়, যুগ্ন সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সংগঠনিক সম্পাদক এম এ শাহীন, আইন বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বাবুল, অর্থ সম্পাদক কিশোর লাল, সদস্য দুলাল সাহা, হকার নেতা আব্দুস সালাম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকার গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয়’কে চুরির অভিযোগ তুলে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কারখানা মালিকের হুকুমে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। শ্রমিক হত্যার দায় মালিক এড়াতে পাড়েনা। হত্যাকান্ডে জড়িত ক’জন কে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু মূল অপরাধী কারখানার মালিক’কে গ্রেফতার করা হচ্ছে না। তাকে রক্ষা করার ষড়যন্ত্র করা হচ্ছে। এটা কোনভাবেই মেনে নেয়া হবে না। মালিকসহ সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, গত ৫ আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের ওপর শোষণ–নির্যাতন বন্ধ হয়নি অব্যাহত রয়েছে। শ্রমিক ছাঁটাই-নির্যাতন মামলা-হয়রানি করে শ্রমিকদের জীবন অতিষ্ঠ করে তুলা হচ্ছে। যা শিল্পের জন্য শোভনীয় হবে না। এসব পরিহার করে শিল্পের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিক ও নেতৃবৃন্দের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। দ্রব্যমূল্যের ঊধ্বর্মূখী বাজারে শ্রমিকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। স্থায়ী মজুরি কমিশন বোর্ড গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। প্রচলিত শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী ধারার অপব্যবহার করে মালিকরা শ্রমিকদের সারাজীবনের চাকরির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে খালি হাতে বিদায় করে দিচ্ছে। শ্রমিক স্বার্থবিরোধী এসব কালাকানুন চলমান থাকতে পারে না। দেশের সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন ও কার্যকর করে শ্রমিকের অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯