
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ বাসস্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে ছিনতাই ও চুরি। অথচ প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভূমিকায়। সরেজমিনে দেখা গেছে, আদমজী ইপিজেডের মূল গেটের দক্ষিণ পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে খাবারের হোটেল, কনফেকশনারি, মোটরসাইকেল গ্যারেজ, বাস কাউন্টার ও পেট্রোল-অকটেন বিক্রির দোকান। প্রায় ২৫টিরও বেশি এ ধরনের স্থাপনা এখন পুরোদমে ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, চাষাড়া-আদমজী সড়কের দুই পাশে দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার পোশাক শ্রমিক চলাচল করেন। যানজটের কারণে পথচারীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, সেইসাথে বাসস্ট্যান্ড ঘিরে গড়ে উঠেছে ছিনতাইকারী চক্র। প্রায়ই ঘটছে মোবাইল ফোন, ব্যাগ ও টাকা ছিনতাইয়ের ঘটনা। স্থানীয় বাসিন্দারা আরও জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর এ এলাকায় দখলদার চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহŸায়ক মতিউর রহমান মতির আশ্রয়ে এসব অবৈধ দোকান ও বাস কাউন্টার পরিচালিত হতো। এখন তার ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি অন্তরা বাস কাউন্টার এবং ইপিজেডের অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। সরকারি জমি উদ্ধারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি চায়, তবে এসব অবৈধ স্থাপনা সরিয়ে যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু কারা যেন ছায়া থেকে এসব দখলদারদের রক্ষা করছে।
ই
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯