আজ মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ | ভোর ৫:৪৯

ঐক্যবদ্ধ ভাবে কিশোর গ্যাং প্রতিহত করতে হবে: আবদুল জব্বার

ডান্ডিবার্তা | ১৪ জুলাই, ২০২৫ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উত্তর থানা ও ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর ছাত্রশিবিরের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ফতুল্লার তল্লা সবুজবাগ মডেল একাডেমী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আবদুল জব্বার বলেন, আমাদের নৈতিক মূল্যবোধ থাকতে হবে। কিশোর গ্যাং নামে একটি রোগ বের হয়েছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করতে হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। যুব সমাজকে কোনভাবেই ধ্বংসের ধারপ্রান্তে নেয়া যাবেনা। তাহলেই সম্ভব সুন্দর একটি সমাজ গড়ে তোলা। আবদুল জব্বার আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমরা আর কাউকে ভোট কেন্দ্র দখল করতে দেবো না। আমরা জুলাইয়ে দাড়িয়ে প্রতিজ্ঞা করতে চাই, আর কোন জুলুমবাজ আমরা প্রতিষ্ঠা হতে দিবো না। ব্যালড বাক্স ছিনতাই আর হতে দেয়া যাবেনা। এছাড়া মিডফোর্ডে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এটা কি কোন মানুষ করতে পারে? সে যে দলের ই হোক না কেন এমন বিচার হওয়া উচিত যাতে করে আর কেউ এমন কোন কর্মকান্ড করার সাহস না পায়। পরে ফতুল্লার তল্লা আজমেরী বাগের বড় মসজিদের সামনে থেকে শুরু করে মডেল গার্মেন্টস পর্যন্ত বিশাল এক গণসংযোগ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরী সদর উত্তর থানার সভাপতি দেওয়ান মুহাম্মদ সিহাব এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর আবুল কালাম আজাদ ও নারায়ণগঞ্জ উত্তর থানার সেক্রেটারী আবদুর রহিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা