
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। মূলত: আগামী নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে বেকায়দায় ফেলতে এই অস্থিরতা শুরু হয় বলে রাজনৈতিক বোদ্ধা মহল মনে করেন। রাজনীতিতে এ অবস্থা বিরাজ করলে আগামী নির্বাচন সময় মত হওয়াটাও অনিশ্চিত বলে অনেকে মনে করেন। আর নির্বাচন পিছানোর জন্য এ অস্থিরতা বলেও অনেকে মনে করছেন। যারা গত বছর জুলাই জুড়ে নারায়ণগঞ্জের শহর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পয়েন্ট ছিলো গুলি বর্ষণের ঝড়। আর এই বছরের জুলাইয়ে রাজপথ নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া উঠেছে রাজনৈতিকদলগুলো। ইতোমধ্যেই তাদের মধ্যে শুরু হয়েছে বিভাজনের রাজনীতিতে। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশব্যাপী রাজনৈতিক নেতাদের নিজেদের জনপ্রিয়তা রক্ষায় মাঠে নেমেছেন। মাত্র এক বছর ব্যবধানে নারায়ণগঞ্জ রাজনৈতিকদলগুলো মধ্যে সহযোগিতা ও পারপাস্পরিক সম্পর্কে সৃষ্টিতে আগামীতে নতুন নারায়ণগঞ্জ বার্তা বইয়ে আনবে মতামত দিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, গত বছরের ১৮ জুলাই ও ১৯ জুলাই ছিলো উত্তপ্ত নারায়ণগঞ্জ। এদিকে কোটা আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনী মুখোমুখি হন ছাত্র-জনতা। অন্যদিকে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে সশস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে গুলি ছুড়েন আওয়ামীলীগের প্রভাবশালী শামীম ওসমান ও তার বাহিনী সদস্যরা। যার ফলে মাত্র ১৭ দিনের ব্যবধানে টানা শেখ হাসিনা আওয়ামীলীগ সরকার পতনের মাধ্যমে ছাত্র-জনতার এক দফা দাবি বাস্তবায়নে আরেক ইতিহাস সৃষ্টি ঘটে। ওই সময়ের পরে আওয়ামীলীগের প্রভাবশালী থেকে তৃনমূল নেতা-কর্মীরা এখনো আত্মগোপনে রয়েছেন। আর যারা গ্রেপ্তার হয়েছেন তারা বিভিন্ন মামলায় কারাগারে বন্দি রয়েছেন। এদিকে আওয়ামীলীগ-জাতীয় পার্টির বিহীন নারায়ণগঞ্জ আরেক দৃষ্টান্ত স্থাপন করল পাচঁটি রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ নেতৃবৃন্দরা। এনসিপি, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জমকালো সমাবেশ ও পদযাত্রা করেছেন। এদিকে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে শহরে নারাণয়গঞ্জ মহানগর ও সিদ্ধিরগঞ্জে থানা বিএনপি মিছিল বের করে। অন্যদিকে সোহরাওয়াদী উদ্যানে প্রথম জামায়াতে ইসলামীর সমাবেশ সফল করার লক্ষ্যে শহরে জেলা মহানগরে নেতা-কর্মীরা শো-ডাউন করেন। নিতাইগঞ্জ থেকে চাষাড়া ও মিশনপাড়া মাত্র ২ কিলোমিটার দূরত্বে একই সময়ের দিকে কর্মসূচি বাস্তবায়নে কোন বিশৃঙ্খলা ঘটনা হয়নি। বরং একের অপরের দলের সহযোগিতা দৃষ্টান্ত করেছেন কেন্দ্রীয় নেতারা। সরেজমিনে দেখা গেছে, নিতাইগঞ্জ থেকে এনসিপি পদযাত্রা বের হলে ডিআইটিতে ইসলামী আন্দোলন সমাবেশে মঞ্চে থাকা নেতাদের সাথে কর্মদন করেন এনসিপি কেন্দ্রীয় নেতারা। চাষাঢ়া পদযাত্রা অতিক্রম করার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের সমাবেশে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার বক্তব্যে শেষ করে দেন। এর কিছুক্ষণ পর ট্রাকে অস্থায়ী মঞ্চে আধ ঘন্টা বেশি সময়ে পদযাত্রা সমাবেশ করে এনসিপি। ওই সময়ে মিশনপাড়া এলাকা থেকে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের নেতা-কর্মীরা শহরে প্রধান প্রধান সড়কে মিছিল করেন। গতকাল শনিবার ঢাকায় দলটির মহাসমাবেশ উপলক্ষে এ মিছিল করেন তারা। একই সময়ে মিশনপাড়া হোসিয়ারী সমিতি সামনে মহানগর বিএনপির কর্মসূচিতে সমাবেশ শেষ করে জুলাই শহীদদের স্মরণে শহরে মৌন মিছিল করেন। এদিকে এমন দৃষ্টান্তকে আগামী দিনে “রাজনৈতিক পরিপক্বতার নতুন সূচনা” বলেও আখ্যায়িত করেছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত প্রস্তুতিকেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কৃতিত্ব দিচ্ছেন শহরবাসী। গত বছরের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে অদৃশ্য জোট গড়েছিল দেশের রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে রাজনীতিকরা ‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে লড়েছিল হাতে হাত রেখে। কিন্তু গণঅভ্যুত্থানের কয়েক মাস পরই যখন ভোটের রাজনীতির হিসেব আসলো তখন দিন দিন সম্পর্কে অবনতি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। পাঁচটি দলের এই কর্মসূচিকে ঘিরে শহরে বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও এমন কোনো ঘটনা সারাদিনে ঘটেনি। বরং শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় প্রতিটি কর্মসূচি। পাঁচটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শহরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য প্রশাসন ছিল তৎপর। শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, পাশাপাশি নিরাপত্তা জোরদারে বিজিবিও মাঠে ছিল। রাজনৈতিক দলগুলোর এই শৃঙ্খলাবদ্ধ ও সহনশীল অবস্থান একদিকে যেমন ইতিবাচক বার্তা দিয়েছে সাধারণ মানুষের কাছে, অন্যদিকে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও এটি একটি সফল নিরাপত্তা ব্যবস্থাপনার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯