আজ বুধবার | ২৩ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:০৬

কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি

ডান্ডিবার্তা | ২৩ জুলাই, ২০২৫ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। সরকার সঠিক সময়ে দায়িত্বশীল মানবিক আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না। গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাহিদ বলেন, সরকার সঠিক সময়ে দায়িত্বশীল আচরণ করতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আজকে সচিবালয়ের ঘটনা আপনারা দেখেছেন। সরকার আরও দায়িত্বশীল মানবিক আচরণ করতে পারত। তিনি আরও বলেন, আমরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে সংহতি জানাচ্ছি। দ্রæত সময়ে এগুলো বাস্তবায়ন করা উচিত। এনসিপির আহŸায়ক বলেন, কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। রাত ৩টা-৪টার দিকে এইচএসসি পরীক্ষা স্থগিত করার ব্যাপারে জানতে হচ্ছে। অন্য উপদেষ্টারা ফোনে পাচ্ছে না। একটা দেশের যদি এমন অবস্থা হয়, জরুরি পরিস্থিতিতে উপদেষ্টাদের সমন্বয় নেই। এমন সংকটে শিক্ষার্থীরা ট্রমাটাইজ। এরমধ্যে পরীক্ষা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, দায়িত্বশীল আচরণ করলে সেটা তৈরি হতো না। তিনি আরও বলেন, আমরা লাশ গুম করার একটি বক্তব্য দেখেছি। সেখানে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কী। ওই সময়ে শিক্ষক শিক্ষার্থী কতজন সেখানে উপস্থিত ছিল সেটা আসলে প্রকাশ করা উচিত। কত ক্যাজুয়ালিটি সেটা আপডেট করা উচিত। যাতে এ ধরনের গুজব এবং লাশ গুমের ঘটনা আসলে না ঘটে। সরকারকে সঠিক তথ্য ব্যাপকভাবে প্রচার করা উচিত। ভুক্তভোগীদের পুনর্বাসনের আহŸান জানিয়ে তিনি বলেন, শিশুরা আজীবন এই ক্ষত বইয়ে বেড়াবে। তাই তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা প্রয়োজন। এর পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে পুরো ঘটনা তদন্ত হওয়া দরকার। এতে স্কুল কমিটি, বিশেষজ্ঞরাও যেন থাকে। এনসিপির সিনিয়র যুগ্ম আহŸায়ক ডা. তাসনিম জারা বলেন, দেশে ইমার্জেন্সি হলে তখন চিকিৎসা ব্যবস্থা কীভাবে ফাংশন করবে এটার কোনো রোডম্যাপ নেই। যখন ঘটনাটি ঘটে আক্রান্তরা হাসপাতালে কীভাবে যাবে, হাসপাতালে যাওয়ার আগে কিছু চিকিৎসা দিতে হয়, সেখানে কোনো মেডিকেল টিম ছিল না। এ সময় যেন রাষ্ট্রীয়ভাবে টিম থাকে, সেই ব্যবস্থা থাকা জরুরি। কোনো ইমার্জেন্সি হলে আক্রান্তদের যতটুকু সেবা দেওয়া যায় তা যেন নিশ্চিত করা যায়। এ ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে থাকা প্রয়োজন। সংবাদ সম্মেলনে আরও কথা বলেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা