
ডান্ডিবার্তা রিপোর্ট
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত পরিবারের পাশে থাকার জন্য আহŸান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ রাব্বুল আল আমীন যেন সেসব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো এবং আহতদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন, এই দোয়া করেন। বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের আশু-সুস্থতা কামনা করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। ওদিকে তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের সঙ্গে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দুপুরেই ঘটনাস্থলে ছুঁটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহŸায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহŸায়ক আতিকুর রহমান রুমনসহ দলটির সিনিয়র নেতারা। এছাড়া বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম একটি উদ্ধারকারী টিমসহ এ্যাম্বুলেন্সের বহর নিয়ে উত্তরার মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে ছুটে যান। অন্যদিকে দুর্ঘটনায় পর থেকে বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উত্তরায় ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকের কাজ করেন। অন্যদিকে গত সোমবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের মর্মান্তিক ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে আজ নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় মিলাদ ও দোয়া মাহফিল আজ বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির বৈঠকে শোক: বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ শোক প্রকাশ করা হয়। রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে বলা হয়, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত শিক্ষার্থী ও পাইলটসহ ২০ জন নিহত এবং ১৭১ জনের বেশি গুরুতর আহত হওয়ার ঘটনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে গভীর শোক প্রকাশ করা হয়। এই ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা চলছে। এ বিষয়ে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এতে আরও বলা হয়, জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নিহত ছাত্র-ছাত্রীদের ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯