আজ বুধবার | ২৩ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ২৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:০৪

না’গঞ্জে বিএনপি এখন চার টুকরো

ডান্ডিবার্তা | ২৩ জুলাই, ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ৪ টুকরোতে পরিনত হয়েছে। দুইজন শিল্পপতি সদর-বন্দর আসনে এমপি প্রার্থী হওয়ার জন্য মাঠে নামার পর থেকেই শুরু হয়েছে এ ভাঙন। ইতোমধ্যে তাঁরা ব্যাপক তোড়জোড় শুরু করেছেন। কিন্তু বিপরীতে ভাঙছে বিএনপি। বিএনপি সমর্থক হয়ে মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদের পক্ষে এরই মধ্যে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য হাজী ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, বিল্লাল হোসেন, হাবিবুর রহমান মিঠু, মাহবুব উল্লাহ তপন, ফারুক আহম্মেদ রিপন ও বহিস্কৃত শওকত হাসেম শকুকে সভা সমাবেশ ও মিছিলে দেখা গেছে। গত রোববার আরেক সমর্থক আবু জাফর আহম্মেদ বাবুল ওরফে প্রাইম বাবুল পক্ষে মাঠে নেমেছেন যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, সদস্য হাবিবুর রহমান দুলাল ও অ্যাডভোকেট বিল্লাল হোসেন। এদের ছাড়া মহানগর বিএনপি সদ্য সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, মনিরুজ্জামান মনির ও ফখরুল ইসলাম মজনু। তাদের ছাড়াও বর্তমান আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্বে থানা উপজেলা ওয়ার্ড পরিচালনা করা হচ্ছে। তারাই দুইজন সদর-বন্দর আসন ও নাসিক মেয়র প্রার্থীর প্রত্যাশী। অন্যদিকে সাবেক এমপি ও মহানগর বিএনপি সাবেক সভাপতি আবুল কালামের পক্ষে তার ছেলে যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন ও আমিনুর ইসলাম মিঠু মাঠ চষে বেড়াচ্ছেন। চার খন্ডিত মহানগর বিএনপি এখন তৃনমূলে হ-য-ব-র-ল অবস্থায় রূপ নিয়েছে। যার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগে মহানগর বিএনপিতে বিশৃঙ্খলা আশংকা করেছে নিরপেক্ষ নেতারা। এদিকে সম্ভাব্য প্রার্থীর কৌশলী বক্তব্যে দিয়ে যাচ্ছেন, তারা বলেছেন- ধানের শীর্ষ যাকে দিবেন তারেক রহমান। আমরা তার পক্ষে ঘরে ঘরে ধানের শীষের ভোট চাইবো। অপরদিকে মহানগর বিএনপিতে শিল্পপতিদের নজর পড়ায় আতংকে রয়েছে তৃনমূল নেতাকর্মীরা। আবারো আওয়ামীলীগ-জাতীয় পার্টির মত শিল্পপতিতে সুবিধাভোগী এমপি হলে তৃনমূল বেকায়দায় পড়ে যাবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির কয়েক জন জানিয়েছেন, ধানের শীষের মালিক বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে যাকে মনোয়ন দিবেন তারপক্ষে মহানগর বিএনপি নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে। অন্যদিকে বিদ্রোহী করে প্রার্থী হওয়ার কোন সুযোগ থাকছে এবার বিএনপিতে। তাই তারেক রহমান বলেছেন জনগণ যাকে চাইবেন তাকেই মনোনীত করা হবে। ৫ আগষ্টে পরে যারা দলের মনোয়ন প্রত্যাশায় মাঠ নেমেছে তাদের ভবিষ্যত দলের নেতা-কর্মী ও ভোটাররা জানেন। তাই দলের মনোয়ন চাওয়া আগে জনগণের সমর্থন জরুরী।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা