
ডান্ডিবার্তা রিপোর্ট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকাচ্ছন্ন সারাদেশ। এই শোকের ছায়া নেমে এসেছে নারায়ণগঞ্জেও। শিশু শিক্ষার্থীদের হতাহত হওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে গভীর বেদনাবোধ তৈরি করেছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ঘিরে দেখা যাচ্ছে শোক ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এ ঘটনায় শোক জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, সরকারি তোলারাম কলেজ, বিদ্যানিকেতন হাই স্কুলসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা চেয়ে দোয়ার আয়োজন করেছেন অনেকে। সদর-বন্দর আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও মডেল গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদও মাইলস্টোন কলেজের এই ট্র্যাজেডিতে শোক ও হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “জীবনের শুরুতেই যেন কোনো শিশুকে এমন ভয়াবহতার মুখোমুখি না হতে হয়। ছোট ছোট শিশুদের আগুনে দগ্ধ শরীর দেখে একজন বাবা হিসেবে সেই দৃশ্য সহ্য করা অত্যন্ত কষ্টকর।” গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপি ও শহরের মিশনপাড়ায় মহানগর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং চিকিৎসাধীন শিশুসহ অন্যদের সুস্থতা কামনা করেন। এ ঘটনায় গণমাধ্যমে বিবৃতি দিয়ে শোক ও সমবেদান প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এক বিবৃতিতে বলেন, “স্কুলের ফুটফুটে বাচ্চারা দগ্ধ হয়ে ছুটছে, চারদিকে আতঙ্ক আর কান্নার শব্দÑ এ দৃশ্য যেকোনো হৃদয়বান মানুষকে ব্যথিত করবে। হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “সকল দুর্ঘটনা ধৈর্য ও শিক্ষা দেয়। আমরা নিহতদের জন্য মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রæত আরোগ্য কামনা করছি। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ‘জুলাই অভ্যুত্থান’-এর সংগঠক ফারহানা মানিক মুনা এক বিবৃতিতে বলেন, “পুরনো কাঠামো, সীমিত অটোমেশন ও যান্ত্রিক দুর্বলতার কারণে এই ধরনের প্রশিক্ষণ বিমান অনিরাপদ হয়ে উঠছে। এটি কেবল দুঃখজনক ট্র্যাজেডি নয়Ñ সামরিক অবকাঠামোর আধুনিকায়ন, প্রশিক্ষণের মান এবং জননিরাপত্তা নীতিমালার পূর্ণাঙ্গ পুনর্বিবেচনার দাবি তোলে।” তিনি বলেন, দ্রæত, নিরপেক্ষ ও পেশাদার তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে এবং তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। মাইলস্টোনের এই ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। বক্তারা দগ্ধ শিশুদের চিকিৎসা ও পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯