আজ রবিবার | ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ২:০৮

শামীম-অয়ন-আজমেরীসহ ৩৪০জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

ডান্ডিবার্তা | ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরো একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। এছাড়াও মামলায় বন্দর উপজেলা আওয়ামী লীগে সভাপতি এম.এ রশিদ, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন তাঁর ছেলে মাহমুদুল হাসান শুভ সহ ১৪০ জনের নাম উল্লেখ ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাদী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকার দুলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা কদমতলী রায়েরবাগ এলাকায় বসবাস করেন। গত ১৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে মামলার বাদী রাকিব হাসান শাহ পরান (২৩) বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সদর থানা পুলিশকে মামলা গ্রহণের নির্দেশ দিলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) সাখাওয়াত মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

ই-১৪ পি




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা