
ডান্ডিবার্তা রিপোর্ট
মানুষ এখন আর ভয়ের মধ্যে নেই, প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছে এবং রাজনীতি নিয়ে কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনগণের কাছে রাজনীতির ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গতকাল শনিবার সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সানারপাড় এলাকায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মামুন মাহমুদ বলেন, “আমরা জনগণের অসুবিধা করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি না। বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অন্যান্য সেবামূলক কাজের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করছি।” তিনি আরও বলেন, “আমরা রাজনীতিকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ মানুষের সেবা করলে আমরা তাদের কাছে ভোট চাইতে পারব।” তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। টাকার অভাবে অনেকে হাসপাতালে যেতে পারে না এবং বিনা চিকিৎসায় মারা যায়। বিএনপি ক্ষমতায় গেলে এই অবস্থার পরিবর্তন আনবে বলে তিনি আশ্বাস দেন। বিএনপির পক্ষ থেকে দেওয়া ৩১ দফা দাবির কথা উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, “আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে লন্ডনের এনএসইউ-এর আদলে দেশের প্রতিটি পরিবারকে একটি করে স্বাস্থ্যসেবা কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে মানুষ সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে। বিশেষ করে নারীদের চিকিৎসা সেবায় অগ্রাধিকার দেওয়া হবে।” তিনি বলেন, বিএনপি এখন থেকেই এই কার্যক্রমের অনুশীলন করছে। তার মতে, জনগণের পাশে থেকে তাদের সেবা করার মাধ্যমে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্বাস্থ্যসেবাসহ সকল বিষয়ে নিশ্চিত করবে। অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন এবং জনগণের প্রতি বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯