আজ রবিবার | ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:৪৭

আড়াইহাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা

ডান্ডিবার্তা | ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যাযয় অভিযান শুরু হয় রামচন্দ্রদী এলাকার টেন স্টার বেকারিতে। এখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-বিস্কুটসহ নানা খাবার তৈরি হচ্ছিল। বেকারি মালিক কালাম মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মানিকপুরের রয়েল কনজুমার প্রোডাক্টে অভিযান চালিয়ে একই ধরনের অনিয়মের প্রমাণ মেলে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে দোকান মালিক জিয়াউর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শেষ অভিযান হয় উলুকান্দি পশ্চিমপাড়ার নিউ বনফুল বেকারিতে। স্বাস্থ্যবিধি মানা না হওয়ায় মালিক দেলোয়ার মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে গোপালদী বাজারের অনেক হোটেল-রেস্তোরাঁ ও বেকারি দ্রæত দোকান বন্ধ করে সটকে পড়ে। পরে বাজারে প্রবেশ করে নঈম উদ্দিন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও খাদ্যপণ্যের মান রক্ষায় সবাইকে সতর্ক করেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, ‘আমাদের নিয়মিত অভিযান হিসেবে আজকে এই অভিযান পরিচালনা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের অধিকার রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা