
ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ড. রফিকুর রহমান মাদানী বলেন, “তানযীমুল উম্মাহ জাতিকে স্বপ্ন দেখাচ্ছে।” তিনি বলেন, শিক্ষা দুই ধরনের হতে পারে – কল্যাণকর এবং অকল্যাণকর। বর্তমানে অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা লুট করছে। এর কারণ, তাদের জ্ঞান সত্যিকারের আলো দিচ্ছে না। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) কল্যাণকর জ্ঞানের জন্য দোয়া করেছেন এবং তানযীমুল উম্মাহ সেই কল্যাণকর জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। গতকাল শনিবার সকালে শহরের বাংলা ভবন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আমরা জ্ঞান অর্জন করছি, কিন্তু আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই। তাই সেই জ্ঞান সমাজে আলো ছড়াতে পারছে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকলে কোনো আলো ছড়ানো সম্ভব নয়।” তিনি কোরআনের আদর্শে পরিচালিত হয়ে আবু বকর (রা.) এবং ওমর (রা.)-এর মতো দেশ পরিচালনার দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, “কোরআন জীবিত মানুষের জন্য নাজিল হয়েছে এবং এটিকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমদ। তিনি তানযীমুল উম্মাহর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “তারা নারায়ণগঞ্জের শিক্ষাব্যবস্থাকে ইসলামিক এবং আধুনিক উভয় শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।” তিনি একজন হাফেজ কীভাবে কিয়ামতের দিন তার মা-বাবা, ভাই-বোনসহ জান্নাতে প্রবেশ করতে পারবেন, সেই ফজিলতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “কোরআনের আইন অনুযায়ী চললে আমরা ভালো মানুষ হতে পারব এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারব।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও নারায়ণগঞ্জ শহর শাখার ব্রাঞ্চ চেয়ারম্যান মো. আসলাম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার নারায়ণগঞ্জ শহর শাখার সহকারী এইচ এম কামরুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল মো. কবির হোসাইন, তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনজুরুর রহমান, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চিটাগাংরোড শাখার শাখা প্রধান মনির হোসাইন হেলালী, তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার শাখা প্রধান শোয়াইব হোসাইন, আদর্শ স্কুলের প্রিন্সিপাল আজিজুর রহমান, গভ.মেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষক জনাব ফারুক আহমেদ, এইচ এম নাসির উদ্দিন, হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯