আজ বৃহস্পতিবার | ২৪ জুলাই ২০২৫ | ৯ শ্রাবণ ১৪৩২ | ২৮ মহর্‌রম ১৪৪৭ | রাত ১২:১৭

না’গঞ্জে বার বার হামলার শিকার হচ্ছে ইসলামী দলগুলি

ডান্ডিবার্তা | ২২ জুলাই, ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দেশের রাজনীতি এখনো জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো এখনো ঐকমত্যে পৌঁছতে পারেনি। তার মাঝে জুলাই মাস জুরে নতুন রাজনৈতিক দল এনসিপির সারাদেশ ব্যাপি কার্যক্রম চলছে। তবে অন্যান্য জেলার তুলনায় নারায়গঞ্জে ১৮ জুলাই এনসিপি ব্যতিক্রম পদযাত্রা করে গেছে। একদিনে জামায়তে ইসলামী, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, গণসংহতির কর্মসূচি বাস্তবায়ন হলেও কোন ধরনের সংঘাত ঘটেনি। যা রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হয়েছে। কিন্তু এর আগে ও পরে ইসলামী দল গুলোর নেতাকর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী বাহিনী হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ সনের ৫ আগষ্টের পরে নারায়ণগঞ্জের জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, পৃথক ঘটনাগুলোতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বেশ কয়েকজন নেতা আহতের ঘটনা ঘটেছে। যা নিয়ে দলের জেলা ও মহানগরের শীর্ষ নেতারা নিন্দা প্রকাশের সাথে প্রতিবাদে মিছিল করেছে শহরে। এমনকি কয়েকটি ঘটনায় বিএনপির নেতারাও দুঃখ প্রকাশ করেছে বলে জানাযায়। কিন্তু প্রশ্ন উঠেছে বার বার ইসলামী দলের কর্মীদের উপর কেন হামলা হয়। কিংবা তারাই বা কেন বার বার বার মার খায়! এদিকে দীর্ঘ সাড়ে ১৫ বছর আওয়ামী শাসনামলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হলেও কোন প্রতিশোধ নিতে চায় না দলটি। যা বিভিন্ন সভায় দলটির আমীর প্রকাশ্যে বলেছে। তারা নতুন করে দেশ গড়তে চায়। নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী ও বিএনপির মত বড় দলের মাঝে আওয়ামী লীগের ক্ষেত্রে ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাদের ধারা বার আঘাত প্রাপ্ত হয়েছে জামায়াতের নেতৃবৃন্দ। একই সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও বিএনপির নেতাকর্মীদের থেকে বারা আঘাত প্রাপ্ত হয়েছে। তবে প্রতিবাদ জানানো ছাড়া তারা কেউই প্রতিশোধ পরায়ন হতে দেখা যায়নি। এছাড়া তারা কোন ধরনের পাল্টা হামলা করেন নাই, কিংবা কোন সংঘর্ষে জড়ান নাই। ইতোমধ্যে জামায়াতের একাধিক নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এতে করে জামায়াত আইনী আশ্রয় ও রাজপথে প্রতিবাদ মিছিল ছাড়া তেমন কোন ব্যবস্থা নেন নাই। যদিও স¤প্রতি সময়ে নানা ইস্যুকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির মাঝে দুরত্ব তৈরী হয়েছে। এমনকি নারায়ণগঞ্জ ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতারা জামায়াত শব্দ থাকবে না বলে হুশিয়ারি দিয়েছে । তাতেও জামায়াত কোন প্রতিক্রিয়া জানান নাই। তবে তারা কারো সাথে ঝগড়ায় জড়াতে চান না বলে জানান।অপরদিকে স¤প্রতি সময়ে ইসলামী আন্দোলনের সাথেও বিএনপির দুরত্ব তৈরী হয়েছে। সেই সাথে তাদের একাধিক নেতাকর্মীদের উপর একাধিক বার হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, ব্যবধানে নারায়ণগঞ্জ জামায়াত নেতার উপর একাধিক হামলা ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতৃবৃন্দ। আর এতে করে বিএনপির ইমেঝ ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন দলটির নেতৃবৃন্দ। গত ১৪ জুন নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় জামায়াতের পাঁচ নেতাকর্মী হন। আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোতাহার হোসেন তখন জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ দুই আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লার নেতৃত্বে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। বাদশা মিয়া বাজারে পথসভা করার সময় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান ও ইউসুফ শিকারির নেতৃত্বে একদল বিএনপি নেতাকর্মী আমাদের বাধা দেয়। তর্কবিতর্কের এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে বিএনপি কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় মাহমুদপুর ইউনিনের আট নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহবুবুসহ পাঁচ নেতাকর্মী আহত হয়। গত ৭ জুলাই দোকানের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জামায়াত নেতা গোলাম সারোয়ার সাঈদের উপর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে হামলা হয়েছে। চাষাঢ়ায় পৌর মার্কেটের একটি দোকান নিয়ে কয়েকদিন ধরেই মালিকানা বিরোধ ছিল। আশিকুর রহমান নামের একজন পক্ষে এসে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানা এই হামলা চালায় বলে অভিযোগ উঠে। কেননা রানায় ঘটনা স্থলে যাওয়ার পর হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সবশেষ দুয়েক দিন আগে এই রানাই জামায়াত নামক শব্দ থাকবে বলে হুশিয়ারি প্রদান করেন। গত ২ জুলাই মাদক সেবনে বাধা দেয়ায় নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বন্দর থানা উত্তরের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুনের ওপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। মাদক সিন্ডিকেটের লোকজন শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে।গত ২ জুলাই রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সবশেষ ১৯ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর ২২নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলামের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর নেতৃবৃন্দ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একের পর এক ঘটনায় জামায়াতে সাথে বিএনপির দুরত্ব বাড়তে শুরু করেছে। এই দুরত্ব কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে নানা গুঞ্জন চলছে। যদিও তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এক রয়েছে। নিজেদের দুরত্বের সুযোগকে কাজে লাগাতে পিছা পা হবে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার বলেন, আমাদের দলের যেমন আদর্শ নীতি রয়েছে তেমনি বিএনপিরও গঠন নীতি রয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, বন্দর এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গিয়েছে। এ নিয়ে পরপর ৩ জন নেতা কর্মীর উপর সন্ত্রাসী হামলা হলো। কিছুদিন পূর্বে বন্দর থানার সভাপতির উপর হামলার রেশ না কাটতেই আবার এই হামলা। প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি, অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসন যদি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় না আনে, তাহলে উদ্ভূত পরিস্থির জন্য সব দায় প্রশাসনকে নিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা