আজ বৃহস্পতিবার | ২৪ জুলাই ২০২৫ | ৯ শ্রাবণ ১৪৩২ | ২৮ মহর্‌রম ১৪৪৭ | রাত ১২:২৪

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সক্রিয়

ডান্ডিবার্তা | ২২ জুলাই, ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কিছু বিদেশী শক্তি ও কিছু দেশীয় শক্তি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যা ইতিমধ্যে বিভিন্ন ভাবে প্রকাশ পাচ্ছে। বিএনপিকে নিয়ে প্রকাশ্যে কয়েকটি রাজনৈতিক দল মাঠে সোচ্চার হয়ে উঠেছে। আর এ ষড়ন্ত্র মোকাবেলা করতে বিএনপি প্রস্তুত রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যতই ষড়যন্ত্র করা হউক বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র সফল হবে না। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত ১৬ বছর সব ভয়ভীতি উপেক্ষা করে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করে আসে। আর ছাত্ররা হঠাৎ করে ২০২৪ সালে চাকরি কোটার নামে বৈষম্য দূর করতে আন্দোলন শুরু করেন। শেষ পর্যন্ত তাদের ডিবি কার্যালয়ে নিয়ে গেলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। এই আন্দোলন পরে আমাদের ১৬ বছরের আন্দোলনের সঙ্গে একাকার হয়ে গেল। তখন তারা এক দফার ঘোষণা দিলো। এরপর আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেলাম। এখন অনেকেই বলা শুরু করেছে এই আন্দোলনের পিছনে নাকি অনেক স্বপ্ন ও দাবিদাওয়া ছিল। যখন স্বৈরাচার পতনের দাবি ছিল তখন কোথায় ছিল সংস্কারের দাবি? সংস্কারের কথা আমাদের নেতা তারেক রহমান ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে সবার আগে সংস্কারের কথা উল্লেখ করেন। এই দফাগুলোর বাস্তবায়ন ঘটলেই সংস্কার ঘটবে। তিনি বলেন, স্বপ্ন দেখা ভালো তবে দুঃস্বপ্ন দেখা ভালো না। অনেকেই এমন দুঃস্বপ্ন দেখছে যারা কালকেই ক্ষমতায় চলে আসবে।কিন্তু যখন ভোটের মাঠে তাদের অবস্থা চিন্তা করলে তারা বুঝতে পারে তারা ক্ষমতায় আসতে পারবে না। সেজন্য তারা চিন্তা করছে ভোটের পক্ষে কথা বলে লাভ কি? যদি এখন নির্বাচনকে বানচাল করা যায়, নির্বাচন পিছিয়ে দেওয়া যায় তাহলে এখন যেভাবে তারা প্রশাসনের কাছে যে দাম পায় নির্বাচন হয়ে গেলে একটা দল নির্বাচিত হলে তখন সে দামটা পাবে না। সেজন্য তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বিএনপি চাঁদাবাজি করে, অন্যায় কাজ করে এসব বলে মানুষের কাছ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। বিএনপির ভিত মানুষের অন্তরে প্রতিষ্ঠিত। জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার কোন ষড়যন্ত্র আর সফল হবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা