
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিমের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রæত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই হামলার জন্য নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অনুসারী ‘উজ্জ্বল বাহিনী’কে দায়ী করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান নেতারা। গতকাল সোমবার ফতুল্লা থানাধীন গাবতলী নতুন বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাসদাইরস্থ প্রতিরোধ স্তম্ভের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতাকর্মীরা “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও”, “ডাইরেক্ট অ্যাকশন”, এবং “দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত” ইত্যাদি ¯েøাগান দিয়ে রাজপথ উত্তাল করে তোলেন। ফতুল্লা থানাধীন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জাকির হোসেন রবিন। এছাড়াও উপস্থিত ছিলেন সন্ত্রাসী হামলার শিকার আহত বিএনপি নেতা আব্দুর রহিম। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক জাকির হোসেন রবিন তার বক্তব্যে বলেন, “যে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা পালিয়ে গেছে, সেখানে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির উপর হামলা করার এত বড় স্পর্ধা কোথায় পায়? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ফ্যাসিবাদের দোসররা কীভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করুন।” ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, “আমাদের সহযোদ্ধা আব্দুর রহিমের উপর নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সন্ত্রাসী বাহিনী ‘উজ্জ্বল গ্যাং’ হামলা চালিয়েছে। ২৪ ঘণ্টা পার হলেও হামলাকারীদের গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। আমরা এই হামলাকে সহজভাবে নিচ্ছি না।” দ্রæত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি। সভাপতির বক্তব্যে সাজেদুল ইসলাম সেলিম বলেন, “এই ফ্যাসিস্ট সরকারের দোসররা আমার ভাই রহিমের উপর যে হামলা করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রæততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই ঘটনায় ফতুল্লা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ফতুল্লা থানাধীন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯