আজ বৃহস্পতিবার | ২৪ জুলাই ২০২৫ | ৯ শ্রাবণ ১৪৩২ | ২৮ মহর্‌রম ১৪৪৭ | রাত ৩:৪৪

সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব

ডান্ডিবার্তা | ২২ জুলাই, ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ-প্রচার সহ্য করা হবে না। একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, ৫ই আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের পট পরিবর্তন হয়। গতকাল সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক রেজাউল করিম। তিনি আরও বলেন, পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনারগাঁয়ে একটি কু-চক্রী মহল বিভিন্ন কোম্পানি ও হাট বাজার, নদী ও বাস স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। সোনারগাঁয়ে চাঁদাবাজদের কোন স্থান নাই। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। যতই ষড়যন্ত্র হোক না কেন ঐক্যবদ্ধভাবে আমরা তাদের মোকাবেলা করবো। অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ সভাপতি শফিউদ্দিন ভূইয়া, গিয়াস উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন মিন্টু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক মো. আশরাফ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা যুবদলের সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিয়ার হোসেন নয়ন প্রমুখ। এসময় সোনারগাঁ উপজেলা ও পৌসভার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা