আজ শুক্রবার | ২৫ জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২ | ২৯ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:২৬

হকার্স মার্কেটে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্তদের মাঝে ডিসির আর্থিক সহায়তা

ডান্ডিবার্তা | ২৪ জুলাই, ২০২৫ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত সিটি হকার্স মার্কেটে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে ৬ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল বুধবার দুপুরে তিনি জেলা পরিষদের তহবিল থেকে প্রত্যেকের হাতে ্এ সহায়তার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান সর্দারসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ। সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক স¤প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত নিস্পাপ শিশুদের প্রতি শোক ও সহমর্মিতা জানিয়ে উপস্থিত সকলের প্রতি ব্যক্তিগত পর্যায়ে সৎ, মানবিক ও সচেতন থাকার আহŸান জানান। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন কারো অসাবধানতার কারণেই এই অগ্নিকাÐের সূত্রপাত। এছাড়াও তিনি ব্যবসায়ীদের সৎ ভাবে ব্যবসা পরিচালনা, নকল ও ভেজাল পণ্য বন্ধ করার জন্য ও মানবিক হবার জন্য তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেন। আজকের এই সহায়তা ক্ষতিগ্রস্থদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ও ভবিষ্যতে অন্য কোন তরফে তাদের সাহায্য প্রদানের সুযোগ থাকলে এবং স্বল্প সুদে ব্যাংক ঋণের সুযোগ থাকলে তার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করবেন জানান। এরআগে জেলা প্রশাসক চিকিৎসা সহায়তা বাবদ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ১০ জন কে ১০ হাজার টাকা করে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। উল্লেখ্য, গত ১৮ জুলাই ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটে। আগুনে তৈরি পোশাক, জুতা, কনফেকশনারি ও ব্যাটারির দোকানসহ অন্তত ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা