আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:০৭

বন্দরে ৩০ লাখ টাকা ছিনতাই তিন ছিনতাইকারী আটক

ডান্ডিবার্তা | ১১ আগস্ট, ২০২৫ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে কোরিয়ার সার্ভিস কোম্পানীর ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় বন্দরের স্বল্পেরচক এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনাতাইয়ের সময় কোম্পানীর দুই কর্মকর্তার ডাক চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় টাকা নিয়ে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ আটক ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে। স্টেট ফার্স্ট কোরিয়ার সাভিস কোম্পানীর বন্দর রেললাইন শাখার ম্যানেজার আব্দুস সোবহান জানান, তিনি ও একাউন্টেট বোরহান উদ্দিন ব্যাগে করে কোম্পানীর ৩০ লাখ টাকা বন্দর খেয়াঘাট সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকে জমা দেয়ার জন্য যাওয়ার পথে স্বল্পেরচক এলাকায় এলে ৫/৬জন ছিনতাইকারী তাদের পথ রোধ করে লোহার রড দিয়ে তাদের এলাপাথারি মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ব্যাগ নিয়ে পালানোর সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে ৩জনকে আটক করে। পুলিশে সোপর্দ করে। আটক ছিনতাইকারীরা হলো মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল (২৫), একই এলাকার স্বপন মিয়ার ছেলে কাউসার ও বন্দর কোটপাড়া বৌবাজার এলাকার দ্বীস ইসলামের ছেলে ইব্রাহীম। ছিনতাইকারী ইব্রাহীম বন্দর কোটপাড়া এলাকার মেহদী হত্যা মামলারও আসামী। এ ব্যপারে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনিস্পেক্টর আরিফ ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের জিজ্ঞাসাবাদ চলছে সেই সাথে ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা