আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৪০

না’গঞ্জ ছাত্রদলের ঘুরে দাঁড়ানোর সুযোগ

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৫ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে নারায়ণগঞ্জ ছাত্রদলের। কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ করলে বিলুপ্ত হওয়া নারায়ণগঞ্জ পুনরায় নতুন কমিটি পেতে পারেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন একাধিক ছাত্রদল নেতা। তারা বলেন, নারায়ণগঞ্জ ছাত্রদল সব সময় সকল আন্দোলন সংগ্রামে এগিয়ে রয়েছে। যদিও আমাদের কমিটি না থাকলেও আমরা সকল কার্যক্রম ছাত্রদলের ব্যানারে করে যাচ্ছি। ছাত্রদল বিএনপির একটি শক্তি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মাঠে ছিলাম, মাঠে আছি এবং মাঠেই থাকব। দলীয় সকল কর্মসূচি আমরা দায়িত্বে সাথে পালন করে যাচ্ছি। এবার কেন্দ্রীয় ছাত্রদল থেকে নির্দেশনা এসেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সকল বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণে নির্দেশনা দেয়া হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এই নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। দিনদিন এর গুরুত্ব ও পরিসর বাড়ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সহনশীলতা, অন্যান্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। এক্ষেত্রে সংগঠনের আদর্শ, মূলনীতি, সাংগঠনিক চর্চার সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করা আবশ্যক। এতে বলা হয়েছে, নানান মত ও পথের সংগঠনগুলোর সাথে আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, নানান নীতি ও কর্মপন্থার বিষয়ে বিতর্ক হতে পারে, তবে এধরণের বিতর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক। বিবৃতিতে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সকল বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা