আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৪০

পিআর পদ্ধতির ভোট দাবিতে আন্দোলনে নামছে জামায়াত

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৫ | ১০:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পিআর প্রদ্ধতির জন্য আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা সাথে পিআর প্রদ্ধতির বিষয়ে সাধারণ মানুষকে বুঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নারায়ণগঞ্জে অন্যান্য দলের চেয়ে জামায়াতের প্রচারনা বেশী দেখা যাচ্ছে। তারা প্রতিদিন নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে জামায়াত একমত। দলটির দাবি হচ্ছে– পিআর হতে হবে উচ্চকক্ষ ও নি¤œকক্ষে। সেই ইস্যুতে আন্দোলনও করবে তারা। গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, গত ৫৪ বছরে নিরপেক্ষ নির্বাচন কখনও নিশ্চিত করা যায়নি। এজন্য পিআর পদ্ধতিতে ভোট চায় জামায়াত। কুমিল্লা-১১ আসন আগের সীমানায় বহাল রাখার দাবিও জানান এই জামায়াত নেতা। পরে তিনি সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান তুলে ধরেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কুমিল্লা-১১ আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি রয়েছে আমাদের। আমরা চৌদ্দগ্রাম নিয়ে আগের মতো আসনটি চেয়েছি, যাতে কোনো পরিবর্তন না হয়। বিষয়টি শুনানি করে নিষ্পত্তি করা হবে বলে জানান সিইসি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে তিনি বলেন, জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। বিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে তাহের বলেন, অতীতে তিনটি নির্বাচন যেভাবে হয়েছে, তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কাটেনি। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিও জানান জামায়াতের এই নেতা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা