আজ রবিবার | ১৭ আগস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ২২ সফর ১৪৪৭ | সকাল ৭:১৮

খালেদা জিয়ার জন্মদিনে উজ্জীবিত বিএনপি

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২৫ | ৭:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে উজ্জীবিত হয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ বিএনপি বাধাহীন ভাবে বেগম জিয়ার জন্মদিন পালন করেছে। নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে জেলাজুড়ে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে শহরের বিভিন্ন মসজিদে মসজিদে ও মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ খাবারের আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা। শহরের মাসদাইর এলাকায় আদর্শ স্কুল জামে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেন সদর-বন্দর আসনের বিএনপির সাবেক প্রাথমিক চূড়ান্ত সংসদ সদস্য প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় সকলের কাছে অনুরোধ করেন বিএনপি চেয়ারপারসনের দীর্ঘায়ু ও সুস্বাহ্য কামনায় বিশেষভাবে মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য অনুরোধ করেন তিনি। দেশ ও দেশের প্রয়োজনে খালেদা জিয়ার মত একজন নেত্রীর খুব দরকার বলে জানান খোরশেদ। একই সাথে শহরের ১৩নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে দোয়া চাওয়া হয় নাসিকে প্রতিবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত এ ওয়ার্ডের সাবেক এ কাউন্সিলরের পক্ষে। এসময় তিনি সকলের কাছে অনুরোধ করেন বিএনপি চেয়ারপারসনের দীর্ঘায়ু ও সুস্বাহ্য কামনায় বিশেষভাবে মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য। এর আগে সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া চাওয়ার পাশাপাশি সকলের কাছে দোয়া চান খোরশেদ। দেশ ও দেশের প্রয়োজনে খালেদা জিয়ার মত একজন নেত্রীর খুব দরকার বলে জানান তিনি। রূপগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের নিয়ে দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় হাজী গুলবক্স ভূঁইয়া হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন তারা। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় এতিমদের সাথেই খাবার খেয়ে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন তারা। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও বন্দর, সোনারগাঁ ও আড়াইহাজারে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়। আর এ অনুষ্ঠানকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা মনখোলা ভাবে এ দিনটি পালন করতে পেরে অনেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে দোয়ায় অংশগ্রহণ করেন। অপরদিকে সোনারগাঁয়ের মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি ছিলেন তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নারায়ণগ জেলা শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, স্বেচ্ছাসেবক দল সোনারগাঁ থানা শাখার সাবে যুগ্ম-আহবায়ক হাজী রুহুল আমিন, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, তাঁতী দল নেতা শাহানাজ বেগম, শাহীন মিয়া, ছাত্রদল সোনারগাঁ সরকারী কলেজ শাখার সভাপতি আমিনুল ইসলাম প্রধান, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক দল নোয়াগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া, সানমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন। পরে বেগম খালেদ জিয়ার সুস্থ্যতা কামনা, ৭১এর মুক্তিযুদ্ধের শহীদ, ৯০এর গণআন্দোলন ও ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদরে রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা