
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপি এখনো দলীয় প্রার্থী নিশ্চিত না করলেও নারায়ণগঞ্জে ইসলামীদলগুলি তাদের দলীয় প্রার্থী নিশ্চিত করেছেন। আর সেই প্রার্থীদের প্রচার প্রচারনায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নারায়ণগঞ্জে দেখা যায় জামায়াত, খেলাফত মজলিস ও ইসলাশী ঐক্যজোট তাদের দলীয় প্রার্থী নির্বাচন করে ভোটের মাঠে ছেড়ে দিয়েছেন। তারা এখন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে নির্বাচনের তফসিলের পূর্বেই এসকল ইসলামী দলের প্রার্থীরা নিজেদের পরিচিতি এবং মাঠ পর্যায়ে প্রচারের মাধ্যমে নিজের অবস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরমধ্যে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। প্রতিটি আসনে স্থানীয়ভাবে সক্রিয় এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয় নেতাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এসকল প্রার্থীরা হলেন- রূপগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ূম মাদনী। তিনি জামিয়া ক্বাওমিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস। একইসাথে তিনি খেলাফত মজলিস রূপগঞ্জ থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আড়াইহাজার আসনে মনোনয়ন পেয়েছেন মুফতি আশরাফুল ইসলাম। তিনি কড়ইতলা মহিলা মাদ্রাসার মুহতামিম এবং খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক। সোনারগাঁও আসনে প্রার্থী হয়েছেন মাওলানা শাহজাহান শিবলী। তিনি হেফাজতে ইসলাম সোনারগাঁওয়ের অর্থ সম্পাদক, উলামা পরিষদ সোনারগাঁওয়ের সভাপতি এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ। তিনি জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হেফাজতে ইসলামের মহানগর সহ-সভাপতি এবং আহবাবুল হুফফাজ ফাউন্ডেশনের সহ-সভাপতি। সদর-বন্দর আসনে মনোনয়ন পেয়েছেন ডা. আল-আমিন রাকিব। তিনি খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলামের সহকারী আইন বিষয়ক সম্পাদক এবং পল্লী চিকিৎসক সমিতির জেলার সহ-সাংগঠনিক সম্পাদক। মনোনয়ন ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনী মাঠে পোস্টারিং, লিফলেট বিতরণ, ও জনসংযোগ কার্যক্রম শুরু করেছে দলটি। অপরদিকে গত ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জ জামায়াতের ফেসবুক পেজের পোস্টে জেলার ৫টি আসনে স্থানীয় পর্যায়ে চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পেলে এরাই লড়বেন ভোটের মাঠে এমনটি জানা যায় দলীয় সূত্র থেকে সেই আলোকে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা ইতিমধ্যেই গণসংযোগ লিফলেট পোস্টারিং ব্যানারের মাধ্যমে প্রার্থীরা জনপ্রিয়তা অর্জনে এবং দলীয় প্রচারের নানা কর্মসূচি নিয়ে ভোটের মাঠে কাজ করছেন। প্রতিনিয়ত বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আলোচনা সভা এবং প্রচার মূলক বিভিন্ন কার্যক্রম করছেন। জামায়াতের পাঁচটি আসনের প্রার্থীরা হচ্ছেন- রূপগঞ্জ আসনে নির্বাচন করবেন ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। আড়াইহাজার আসনে লড়বেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সোনারগাঁ আসনে নির্বাচন করবেন ড. ইকবাল হোসাইন ভুঁইয়া। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে নির্বাচন করবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। সদর-বন্দর আসনে নির্বাচন করবেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। ইসলামী ঐক্যজোটের প্রার্থীরা হচ্ছেন- রূপগঞ্জ আসনে মুফতি বদরুল আলম, আগাইহাজার আসনে মাওলানা আইয়ুব, সোনারগাঁও এ মাওলানা আব্দুল দাইয়ান, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে মাওলানা আবু সায়েম খালেদ, সদর-বন্দর আসনে মুফতি জাকির হোসেন কাশেমী। তারা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। কিন্তু বিএনপিসহ অন্যান্য দলগুলি এখনো তাদের দলীয় প্রাথী চুড়ান্ত করতে পারেনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯