আজ মঙ্গলবার | ১৯ আগস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ২৪ সফর ১৪৪৭ | দুপুর ১:২৬

দলীয় মনোনয়নের প্রতিক্ষায় নেতারা

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২৫ | ১০:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের আশায় পথ চেয়ে আছেন। অন্যান্য দলগুলি তাদের দলীয় প্রার্থী নিশ্চিত করলেও বিএনপি এখনো দলীয় প্রার্থী ঘোষনা দিতে পারেনি। তবে আগামী নির্বাচনে ৫টি আসন থেকেই বিএনপির ধানের শীষ প্রতীকে প্রায় অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশি থাকলেও ৫টি আসনে ১০জন নেতার মধ্যে হবে ধানের শীষ প্রতীক পাওয়ার চূড়ান্ত লড়াই, যারা আলোচনার শীর্ষে আছেন। গুরুত্ব পেতে পারে গত ২০১৮ সালের নির্বাচনে প্রাথমিকভাবে পাওয়া মনোনিত বিএনপি নেতারাও। রূপগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার মাঝে তুমুল লড়াই হবে। যদিও সেই লড়াইয়ের উত্তাপ বর্তমানে রাজনীতির মাঝেও ছড়িয়ে গেছে। তবে এই লড়াইয়ে কাজী মনিরকেই এগিয়ে রাখছেন নেতাকর্মীরা। আড়াইহাজার আসনে বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান সুমনের মধ্যেই হবে মনোনয়ন লড়াই। যদিও এ আসনে সাবেক এমপি এম আতাউর রহমান আঙ্গুর মনোনয়ন চাইবেন। সোনারগাঁ আসনে মনোনয়ন লড়াইয়ে এগিয়ে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। যদিও সামনের নির্বাচনে মান্নানের সামনে একমাত্র কিছুটা বাধার কারন হতে পারেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এসএম ওয়ালিউর রহমান আপেল। যদিও এখানে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি মুহাম্মদ ‍গিয়াসউদ্দীনও মাঠে নেমেছেন। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ মনোনয়ন লড়াইয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি মুহাম্মদ শাহআলম ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মামুন মাহামুদ। এ আসনে ধানের শীষ প্রতীকে মুল লড়াইটাও হবে এই দুই নেতার মাঝে। এ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনের জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার পর তিনি মনোনয়নের প্রতিক্ষা করছেন। সদর-বন্দর আসনে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন লড়াইয়ে সাবেক এমপি আবুল কালাম এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন। জোটগত কারনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের উপদেষ্টা প্রয়াত নেতা এসএম আকরামকে ধানের শীষ প্রতীকে মনোনিত করা হয় চূড়ান্তভাবে। আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও ব্যবসায়ী মাসুদুজ্জামান প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেও তিনি ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য প্রহর গুনছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা