আজ মঙ্গলবার | ১৯ আগস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ২৪ সফর ১৪৪৭ | দুপুর ১:১৬

বন্দরে আজমেরী ওসমানের দোসর শাহীন বেপরোয়া

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২৫ | ১০:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের মদনপুর ফুলহর এলাকার ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহীন মিয়া আবারো বেপরোয়া হয়ে উঠেছে। গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সাবেক এমপি নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছিল। সে ফুলহর এলাকার ইউসুফ মিয়ার ছেলে, এলাকাবাসীর কাছে ইউসুফ মিয়া পয়েন ইউসুফ নামে পরিচিত। আর শাহীন মিয়া পরিচিত গিরিঙ্গি শাহীন নামে। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় তিনি মদনপুর ফলুহর সব আশেপাশের এলাকাগুলোতে আজমেরী ওসমানের প্রভাব খাটিয়ে ভূয়া ওয়ারিশ নামা দলিল সহ, ভেজাল দলিলের মাধ্যমে অল্পদামে জমি ক্রয় করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির প্রকৃত মালিকদের কাছ থেকে তাদের জমি, বসতভিটা হাতিয়ে নিয়ে তাদেরকে সর্বশান্ত করেছে। সে সময় আজমেরী ওসমানের ঘনিষ্ঠ লোক হওয়ায় এই গিরিঙ্গি শাহীনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে বা প্রতিবাদ করার সাহস পায়নি। ভূয়া দলিলের মাধ্যমে জমির ব্যবসার পাশাপাশি তার অধীনে থাকা সন্ত্রাসী বাহিনী দিয়ে তিনি নিয়ন্ত্রণ করেছেন এলাকার বেশ কিছু মাদক স্পট। জমি ও মাদক স্পট নিয়ন্ত্রণে টাকায় আওয়ামীলীগের ক্ষমতার ১৫ বছরে শাহীন কোটিপতি বনে যায়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে কিছুদিনের জন্য ঘা ঢাকা দেয় ফ্যাসিস্ট ওসমান পরিবারের এই দোসর শাহীন মিয়া। বর্তমানে সে আবারো এলাকায় ফিরে এসে নিজের ভোল পাল্টে পুরনো রূপে আবির্ভূত হয়েছে। স্থানীয় কিছু বিএনপি নেতাকে ম্যানেজ করে এই আওয়ামী লীগ সন্ত্রাসী নব্য বিএনপি সাজার চেষ্টায় লিপ্ত রয়েছে। এলাকাবাসী জানান, আওয়ামীলীগ সরকারের আমলে ফুলহর ও আশেপাশের এলাকায় এই শাহীন আরজমেরী ওসমানের লোক পরিচয় দিয়ে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে। অসহায় মানুষের জমি, বসত ভিটা ভূয়া কাগজের বলে দখল করে বিক্রি করে তাদেরকে পথে বসিয়ে এালাকা ছাড়া করেছে। এমন কি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শাহীন মিয়া মদনপুর এলাকায় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। সরকার পতনের পর কিছু ঘা ঢাকা দিয়ে ছিল এই সন্ত্রাসী। আওয়ামী লীগ পতনের পর আমরা ভেবে ছিলাম এলাকায় শান্তি ফিরবে। কিন্তু ওই শাহিন স্থানীয় কিছু বিএনপি নেতাকে ম্যানেজ করে তাদের সাথে মিশে গিয়ে আবারো এলাকায় আগের মত অত্যাচার নির্যাতন শুরু করেছে। বিভিন্নজনের কাছে চাঁদা দাবি করছে। তার অত্যাচারে আবারো অতিষ্ঠ হতে শুরু করেছে ফুলহর এলাকার সাধারণ নিরীহ মানুষ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর দাবি অবিলম্বে এই আওয়ামী সন্ত্রাসী আজমেরী ওসমানের অন্যতম সহযোগী শাহিন মিয়াকে তার অতীত কর্মকান্ডের জন্য গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে দেয়া হোক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা