আজ শুক্রবার | ২২ আগস্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ২৭ সফর ১৪৪৭ | দুপুর ২:২৬
শিরোনাম:
বাসভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ না’গঞ্জবাসী    ♦     নির্বাচনের ব্যাপারে প্রফেসর ইউনূস সিরিয়াস    ♦     বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে    ♦     নতুন বাংলাদেশে আমরা শেখ মুজিবকে কীভাবে দেখব    ♦     ব্যক্তিগত অর্থায়নে একের পর এক রাস্তা সংস্কার করেই যাচ্ছেন মাকসুদ হোসেন    ♦     আইনজীবীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় মাঠে বিদ্রোহী প্যানেল    ♦     আদালতপাড়ায় জামায়াতপন্থী আইনজীবী প্যানেলের গণসংযোগ    ♦     সিদ্ধিরগঞ্জে জাতীয় যুব ফোরামের উদ্যোগে হাই স্কুলে ক্রীড়া সরঞ্জাম বিতরণ    ♦     সিদ্ধিরগঞ্জে মসজিদের নির্মাণ কাজে বিএনপি নেতার বাঁধা    ♦     ফতুল্লায় বিএনপির ৩ নেতাকে অব্যাহতি    ♦    

ফতুল্লায় আওয়ামী দোসররা অপ্রতিরোধ্য!

ডান্ডিবার্তা | ২২ আগস্ট, ২০২৫ | ১০:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বিভিন্ন অপকর্মের হোতা পাগলা পপুলার ষ্টুডিওর মালিক মিঠুন ও তার ছোট ভাই রাব্বি। হত্যা,চাঁদাবাজি,অস্ত্র এবং মাদক মামলার আসামি হয়েও থেমে নেই তার অপকর্ম। বীরদর্পে চালিয়ে যাচ্ছে পাগলাসহ আশে পাশের এলাকায় মাদকের জমজমাট ব্যবসা। স্বেরাচারী সরকারের মামলা আওয়ামী দোসরদের প্রত্যক্ষ শেল্টারে অপকর্ম চালিয়ে আসলেও অব্যাহত রয়েছে বর্তমানেও। গত কয়েকদিন ধরে পাগলা পপুলার ষ্টুডিওর মালিক মিঠুন ও তার ছোট ভাই রাব্বির অপকর্মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সিরিজ আকারে ছাপা হলেও রহস্যজনক কারনে নীরব রয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। তাছাড়া এই মিঠুন এবং রাব্বির নিয়ন্ত্রনাধীন রয়েছে কিশোর গ্যাং। আর এই কিশোর গ্যাংয়ের মাধ্যমেই বিভিন্ন দেশীয় অস্ত্রের মহড়ার মাধ্যমে পাগলা ও আশে পাশের এলাকায় মাদক বেচাকেনা থেকে শুরু করে অরাজকতা সৃষ্টি করে আসছে সহোদর মিঠুন এবং রাব্বি নামের এই দুই সন্ত্রাসী। মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার শান্তি বজায় রাখতে সন্ত্রাসী এ দুই সহোদরের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সূত্রমতে, হত্যা, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র সহ একাধিক মামলার আসামি পাগলা পপুলার ষ্টুডিওর মাদক ডিলার সন্ত্রাসী মিঠুন ও তার ছোট ভাই রাব্বি। এত অপকর্ম করে বেড়ালেও এখনো রয়েছে বহাল তরিয়তে! তাছাড়া আওয়ামী শাসনামলে স্বেরাচারের বিভিন্ন নেতাদের সাথে সখ্যতাসহ তাদের প্রত্যক্ষ মদদে পাগলা ও পপুলার ষ্টুডিওতে এবং আশেপাশে এলাকাগুলোতে মাদকের স্বর্গরাজ্যে পরিনত করেছিলেন এই মিঠুন ও তার ছোট ভাই রাব্বি। মিথুন ও তার ভাই রাব্বির রয়েছেন পাগলা বাজার পপুলার ষ্টুডিওতে একটি সক্রিয় কিশোর গ্যাং বাহিনী। মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে এই বাহিনী দ্বারা বিভিন্ন ভাবে হেনস্তা ও হামলার শিকার হতে হয়। এমনকি পাগলা পপুলার স্টুডিওতে প্রশাসনের লোক ঢুকতে ভয় পায় এই বাহিনীর জন্য। সূত্রে আরো জানা যায়, সন্ত্রাসী মিঠুনের বিরুদ্ধে রয়েছে তিনটি হত্যা মামলা। হত্যাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হত্যা মামলা হচ্ছে পাগলা আফসার করিম প্লাজারের সামনে ফজলুল হক ফজল হত্যা মামলাটি। সামান্য ফোল্ডিং মোবাইলের জন্য ফজলকে কুপিয়ে হত্যা করেন এই মিঠুন বাহিনী। এখানেই শেষ নয়, পাগলা পপুলার স্টুডিওতে মাদক কেনাবেচার দ্বন্দ্বে সালাউদ্দিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেন এই সন্ত্রাসী মিঠুন। সর্বশেষ, বিপি রাজীব নামের এক যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেন মিঠুন ও তার পরিবারের লোকজন। বহু অপকর্মের হোতা মিঠুন ও তার ভাই রাব্বির কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এটা এখন সাধারন জনগনের প্রশ্ন? পাগলা পপুলার স্টুডিও তালতলা মুন্সী খোলা আলিগঞ্জ পাগলা জেলেপাড়া সহ আশপাশের এলাকায় মিথুন ও তার সহযোগীদের প্রতিদিন প্রায় ১০ লক্ষাধিক টাকার মাদক কেনাবেচা করেন। তাই এলাকাবাসী ও সর্ব মহলের দাবি পাগলা পপুলার স্টুডিওতে মিঠুন ও তার ভাইয়ের মাদকের আস্তানাগুলোতে অভিযান পরিচালনা করলে কুতুবপুরে কিছুটা হলেও মাদক নির্মূল হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা