
ডান্ডিবার্তা রিপোর্ট
অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বিভিন্ন অপকর্মের হোতা পাগলা পপুলার ষ্টুডিওর মালিক মিঠুন ও তার ছোট ভাই রাব্বি। হত্যা,চাঁদাবাজি,অস্ত্র এবং মাদক মামলার আসামি হয়েও থেমে নেই তার অপকর্ম। বীরদর্পে চালিয়ে যাচ্ছে পাগলাসহ আশে পাশের এলাকায় মাদকের জমজমাট ব্যবসা। স্বেরাচারী সরকারের মামলা আওয়ামী দোসরদের প্রত্যক্ষ শেল্টারে অপকর্ম চালিয়ে আসলেও অব্যাহত রয়েছে বর্তমানেও। গত কয়েকদিন ধরে পাগলা পপুলার ষ্টুডিওর মালিক মিঠুন ও তার ছোট ভাই রাব্বির অপকর্মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সিরিজ আকারে ছাপা হলেও রহস্যজনক কারনে নীরব রয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। তাছাড়া এই মিঠুন এবং রাব্বির নিয়ন্ত্রনাধীন রয়েছে কিশোর গ্যাং। আর এই কিশোর গ্যাংয়ের মাধ্যমেই বিভিন্ন দেশীয় অস্ত্রের মহড়ার মাধ্যমে পাগলা ও আশে পাশের এলাকায় মাদক বেচাকেনা থেকে শুরু করে অরাজকতা সৃষ্টি করে আসছে সহোদর মিঠুন এবং রাব্বি নামের এই দুই সন্ত্রাসী। মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার শান্তি বজায় রাখতে সন্ত্রাসী এ দুই সহোদরের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সূত্রমতে, হত্যা, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র সহ একাধিক মামলার আসামি পাগলা পপুলার ষ্টুডিওর মাদক ডিলার সন্ত্রাসী মিঠুন ও তার ছোট ভাই রাব্বি। এত অপকর্ম করে বেড়ালেও এখনো রয়েছে বহাল তরিয়তে! তাছাড়া আওয়ামী শাসনামলে স্বেরাচারের বিভিন্ন নেতাদের সাথে সখ্যতাসহ তাদের প্রত্যক্ষ মদদে পাগলা ও পপুলার ষ্টুডিওতে এবং আশেপাশে এলাকাগুলোতে মাদকের স্বর্গরাজ্যে পরিনত করেছিলেন এই মিঠুন ও তার ছোট ভাই রাব্বি। মিথুন ও তার ভাই রাব্বির রয়েছেন পাগলা বাজার পপুলার ষ্টুডিওতে একটি সক্রিয় কিশোর গ্যাং বাহিনী। মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে এই বাহিনী দ্বারা বিভিন্ন ভাবে হেনস্তা ও হামলার শিকার হতে হয়। এমনকি পাগলা পপুলার স্টুডিওতে প্রশাসনের লোক ঢুকতে ভয় পায় এই বাহিনীর জন্য। সূত্রে আরো জানা যায়, সন্ত্রাসী মিঠুনের বিরুদ্ধে রয়েছে তিনটি হত্যা মামলা। হত্যাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হত্যা মামলা হচ্ছে পাগলা আফসার করিম প্লাজারের সামনে ফজলুল হক ফজল হত্যা মামলাটি। সামান্য ফোল্ডিং মোবাইলের জন্য ফজলকে কুপিয়ে হত্যা করেন এই মিঠুন বাহিনী। এখানেই শেষ নয়, পাগলা পপুলার স্টুডিওতে মাদক কেনাবেচার দ্বন্দ্বে সালাউদ্দিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেন এই সন্ত্রাসী মিঠুন। সর্বশেষ, বিপি রাজীব নামের এক যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেন মিঠুন ও তার পরিবারের লোকজন। বহু অপকর্মের হোতা মিঠুন ও তার ভাই রাব্বির কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এটা এখন সাধারন জনগনের প্রশ্ন? পাগলা পপুলার স্টুডিও তালতলা মুন্সী খোলা আলিগঞ্জ পাগলা জেলেপাড়া সহ আশপাশের এলাকায় মিথুন ও তার সহযোগীদের প্রতিদিন প্রায় ১০ লক্ষাধিক টাকার মাদক কেনাবেচা করেন। তাই এলাকাবাসী ও সর্ব মহলের দাবি পাগলা পপুলার স্টুডিওতে মিঠুন ও তার ভাইয়ের মাদকের আস্তানাগুলোতে অভিযান পরিচালনা করলে কুতুবপুরে কিছুটা হলেও মাদক নির্মূল হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯