
ডান্ডিবার্তা রিপোর্ট
প্রফেসর ইউনূস নির্বাচন চান। নির্বাচন চায় সেনাবাহিনী। ইউরোপীয় ইউনিয়নেও একই সুর। যুক্তরাষ্ট্রের অবস্থানও মোটামুটি পরিস্কার। নির্বাচন চাইছে এখন ভারতও। বেশিরভাগ রাজনৈতিক দলও নির্বাচন চায়। তাহলে নির্বাচন চায় না কে? জামায়াতে ইসলামী ও এনসিপি অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছে। যে কারণে নির্বাচন নিয়ে যত সংশয়। সময় যত গড়াচ্ছে, ততই অনিশ্চয়তা বাড়ছে। ইদানিং কেউ কেউ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। তারা বলছেন, ওখানেই নাকি নির্বাচনী গল্পের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাবে। কেন এই পরিস্থিতি? জরিপগুলো বলছে, এই অবস্থায় নির্বাচন হলে বিএনপি জিতে যাবে। আর ওখানেই যত বিপত্তি। তাই নানা খেলা। ভূ-রাজনীতির খেলা তো আছেই। পর্দার আড়ালে উগ্রবাদী শক্তির বিরামহীন তৎপরতা। তারা নির্বাচন নয়, অন্যভাবে ক্ষমতা দখল করতে চায়। পরিস্থিতি ক্রমশও জটিল হচ্ছে। জামায়াত, এনসিপির নতুন নতুন শর্ত যোগ হচ্ছে। কখনো পিআর পদ্ধতি, কখনো গণভোট। আবার কখনো গণপরিষদ নির্বাচনের দাবি তুলে এক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে নির্বাচনকে। ঐকমত্য কমিশনের ভূমিকাও কুয়াশাচ্ছন্ন। তারা নতুন নতুন ইস্যু যুক্ত করে সময় হরণ করছে। তাদের মতলব নিয়ে এখন নানা প্রশ্ন। যদিও দিনের শেষে এইসব শর্তের কারিগররা হতাশ হয়ে অপ্রত্যাশিতভাবে বিদায় নেবেন। তবে অনেকদূর তারা গেছেন। পর্যবেক্ষকরা বলছেন, এবার থামলেই ভালো; না হলে যে কোনো মুহূর্তে চলমান গল্পের ইতি হয়ে যেতে পারে। নির্বাচন ছাড়া বিকল্প কী। প্রফেসর ইউনূস নির্বাচন নিয়ে বিকল্প চিন্তা করতে রাজি নন। উপদেষ্টাদের সাফ জানিয়ে দিয়েছেন ঘোষিত সময়ে নির্বাচন না হলে তার পক্ষে আর থাকা সম্ভব নয়। যেসব উপদেষ্টা নির্বাচনবিরোধী শিবিরে ছিলেন তারা এখন নির্বাচনের পক্ষে কোরাস গাইছেন। তারা বলছেন, তাদের কথাই শেষ কথা। অথচ তাদের ভূমিকার কারণেই প্রফেসর ইউনূসের জনপ্রিয়তায় প্রশ্নবোধক চিহ্ন যোগ হয়েছে। বেড়েছে অস্থিরতা। উপদেষ্টাদের দুর্নীতি মুখে মুখে। নানা ক্যাম্পে তারা বিভক্ত হয়ে পড়েছেন। সরকার দুর্বল হচ্ছে ক্রমশও। ইউনূসের অনেক নির্দেশ-আদেশ কাগজেই সীমাবদ্ধ থাকছে। এমনকি দুজন কাছের লোককে পদত্যাগ করার পরামর্শও উপেক্ষিত। এ কারণেই হতাশা পেয়ে বসেছে প্রফেসর ইউনূসকে। বলাবলি হচ্ছে, এটা তার ভুলের খেসারত। সহকর্মীদের বলছেন, তিনি আর হারাতে চান না। সময় যত গড়াচ্ছে, ততই তার ইমেজ ঝাপসা হচ্ছে। একের পর এক জানালা বন্ধ হচ্ছে। তাই তিনি নির্বাচনের ব্যাপারে সিরিয়াস। ঘোলাপানিতে মাছ শিকারের জন্য একটি মহল ভীষণ তৎপর। তারা নানাভাবে সংকট তৈরি করছে। তারা বলছে, আইনশৃঙ্খলার যে অবস্থা তাতে নাকি নির্বাচন সম্ভব নয়। এটা আসলে ভিন্ন এক কৌশল। অতিসম্প্রতি এই কোরাসে যুক্ত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একের পর এক ওয়েব দুনিয়ায় বার্তা পাঠাচ্ছেন। বলছেন, প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই তাকে পদত্যাগ করতে হবে। গঠন করতে হবে দল-নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এটাই বোধ করি শেখ হাসিনার নিয়তি। একদিন তিনি কলমের খোঁচায় সব ওলটপালট করে দিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বুড়িগঙ্গায় পাঠিয়ে দিয়েছিলেন। তার মূল্য দিতে হচ্ছে দেশকে। ক্ষমতা হারিয়ে এখন তিনি অনেকটা আবোল তাবোল বকছেন। ঢাকায় নিয়মিত ফোন করছেন আত্মগোপনরত নেতাদেরকে। বলছেন, প্রফেসর ইউনূসকে আর বেশিদূর যেতে দেয়া হবে না। পরিস্থিতি এখন শান্ত। তবে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যদি অনৈক্য বাড়তে থাকে তাহলে যেকোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। কেউ কেউ মিশরের ছবি বুকে নিয়ে পেরেশান হচ্ছেন। আমরা সবাই জানি- বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ করার অন্যতম হাতিয়ার হচ্ছে গুজব। এই মুহূর্তে গুজব হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী। গুজব ছড়িয়ে বিপ্লবের শক্তিগুলোকে দুর্বল করা হচ্ছে। চেতনার গায়ে কলঙ্ক লাগানো হচ্ছে। এভাবেই মিশরের পরিস্থিতি পাল্টে গিয়েছিল। পরিণতিতে কী হয়েছিল তা আমরা সবাই জানি। শেষ কথা হচ্ছে, নির্বাচন না হলে দেশটি উল্টো পথে হাঁটতে শুরু করবে। আরও বাড়বে গোষ্ঠী দ্বন্দ্ব। দেশটির সামনে চলার গতি থেমে যাবে। ষড়যন্ত্রের নায়কেরা সুযোগ নেয়ার চেষ্টা করবে। অনিশ্চয়তার উপর ভর করে অন্য শক্তির উত্থান ঘটতে পারে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯