আজ শুক্রবার | ২২ আগস্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ২৭ সফর ১৪৪৭ | দুপুর ২:১৫
শিরোনাম:
বাসভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ না’গঞ্জবাসী    ♦     নির্বাচনের ব্যাপারে প্রফেসর ইউনূস সিরিয়াস    ♦     বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে    ♦     নতুন বাংলাদেশে আমরা শেখ মুজিবকে কীভাবে দেখব    ♦     ব্যক্তিগত অর্থায়নে একের পর এক রাস্তা সংস্কার করেই যাচ্ছেন মাকসুদ হোসেন    ♦     আইনজীবীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় মাঠে বিদ্রোহী প্যানেল    ♦     আদালতপাড়ায় জামায়াতপন্থী আইনজীবী প্যানেলের গণসংযোগ    ♦     সিদ্ধিরগঞ্জে জাতীয় যুব ফোরামের উদ্যোগে হাই স্কুলে ক্রীড়া সরঞ্জাম বিতরণ    ♦     সিদ্ধিরগঞ্জে মসজিদের নির্মাণ কাজে বিএনপি নেতার বাঁধা    ♦     ফতুল্লায় বিএনপির ৩ নেতাকে অব্যাহতি    ♦    

ব্যক্তিগত অর্থায়নে একের পর এক রাস্তা সংস্কার করেই যাচ্ছেন মাকসুদ হোসেন

ডান্ডিবার্তা | ২২ আগস্ট, ২০২৫ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, যে নিজের জন্য বাঁচে, সে ক্ষণিকের জন্য বাঁচে, আর যে মানুষের জন্য বাঁচে, সে চিরদিন বাঁচে। একের পর এক ব্যক্তিগত অর্থায়ণে রাস্তা সংস্কার ও উন্নয়ণমূলক কর্মকান্ড করে নারায়ণগঞ্জে এক অনন্য ও ব্যতিক্রমধর্মী ইতিহাস সৃষ্টি করেছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সদর ও বন্দর আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। জানা গেছে, যেখানেই সমস্যা ও জনদুর্ভোগ, সেখানেই ছুটে যাচ্ছেন তিনি ও তার তার সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। সূত্র মতে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মদনপুর উত্তরপাড়া শুককুর সাহেবের মসজিদ থেকে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের হাটখোলা ভিটা পর্যন্ত কাঁচা মাটির সড়কটি সরু ও ভাঙ্গা হওয়ায় জনগণের চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ও এলাকার লোকজনের চলাচল ব্যাহত হবার পাশাপাশি মালামাল পরিবহণে জটিলতা সৃষ্টি হয়েছে এবং ছোটখাট যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে ও জনদুর্ভোগ কমাতে এবং এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ইট ও বালু বিছিয়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে, যা গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিদর্শণ করেছেন বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। এসময় তিনি সংস্কার কাজের বিষয়ে স্থানীয়দের ও নিযুক্ত কর্মীদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং আয়োজিত দোয়া মাহফিলে শরিক হয়েছেন। এ মহতি উদ্যোগের ফলে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে মাকসুদ হোসেনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে দেখা গেছে। স্থানীয়রা বলেন, আজ আমাদের ঈদের দিন, আমরা ঈদের আনন্দের মতো আজ আনন্দ উদযাপন করছি। দীর্ঘদিনের চলাচলে ভোগান্তি দূর করতে ব্যক্তিগত অর্থায়ণে এ রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়ে মাকসুদ চেয়ারম্যান যে মহানুভবতা দেখিয়েছেন সেজন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মাকসুদ হোসেনের পাশে ছিলাম, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। এবার যদি তিনি সদর-বন্দর আসনে এমপি প্রার্থী হন, তাহলে তাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ’। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, জনদুর্ভোগ কমাতে অতি সম্প্রতি বন্দরের মিনারবাড়ি স্ট্যান্ড থেকে লাঙ্গলবন্দ স্ট্যান্ড, নবীগঞ্জ স্ট্যান্ড থেকে মিনারবাড়ি স্ট্যান্ড ও ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার থেকে চাঁন মার্কেট পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ পৃথক ৩টি সড়কের সংস্কার করে মাকসুদ হোসেন জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তাছাড়া জনকল্যাণে ও মানবিক সহায়তার লক্ষ্যে মাকসুদ পরিবারের সদস্যরা দিন রাত বন্দরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। তারই অংশ হিসেবে ব্যক্তিগত অর্থায়ণে বেশ কিছু রাস্তা, ছোট ছোট ব্রিজ ও ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ও মন্দিরের উন্নয়ণে আর্থিক সহায়তা, অসুস্থদেরকে চিকিৎসা সহায়তা, গৃহহীনকে ঘর নির্মাণ করে দেয়া, খেলাধুলা, বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপক অংশগ্রহণ সহ অসংখ্য ও অগণিত উন্নয়ন করার মাধ্যমে মাকসুদ হোসেন এই আসনের জনগণের কাছে একজন আস্থার প্রতীক ও প্রিয়ভাজনে পরিণত হয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা