
ডান্ডিবার্তা রিপোর্ট
কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, যে নিজের জন্য বাঁচে, সে ক্ষণিকের জন্য বাঁচে, আর যে মানুষের জন্য বাঁচে, সে চিরদিন বাঁচে। একের পর এক ব্যক্তিগত অর্থায়ণে রাস্তা সংস্কার ও উন্নয়ণমূলক কর্মকান্ড করে নারায়ণগঞ্জে এক অনন্য ও ব্যতিক্রমধর্মী ইতিহাস সৃষ্টি করেছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সদর ও বন্দর আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। জানা গেছে, যেখানেই সমস্যা ও জনদুর্ভোগ, সেখানেই ছুটে যাচ্ছেন তিনি ও তার তার সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। সূত্র মতে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মদনপুর উত্তরপাড়া শুককুর সাহেবের মসজিদ থেকে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের হাটখোলা ভিটা পর্যন্ত কাঁচা মাটির সড়কটি সরু ও ভাঙ্গা হওয়ায় জনগণের চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ও এলাকার লোকজনের চলাচল ব্যাহত হবার পাশাপাশি মালামাল পরিবহণে জটিলতা সৃষ্টি হয়েছে এবং ছোটখাট যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে ও জনদুর্ভোগ কমাতে এবং এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ইট ও বালু বিছিয়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে, যা গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিদর্শণ করেছেন বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। এসময় তিনি সংস্কার কাজের বিষয়ে স্থানীয়দের ও নিযুক্ত কর্মীদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং আয়োজিত দোয়া মাহফিলে শরিক হয়েছেন। এ মহতি উদ্যোগের ফলে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে মাকসুদ হোসেনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে দেখা গেছে। স্থানীয়রা বলেন, আজ আমাদের ঈদের দিন, আমরা ঈদের আনন্দের মতো আজ আনন্দ উদযাপন করছি। দীর্ঘদিনের চলাচলে ভোগান্তি দূর করতে ব্যক্তিগত অর্থায়ণে এ রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়ে মাকসুদ চেয়ারম্যান যে মহানুভবতা দেখিয়েছেন সেজন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মাকসুদ হোসেনের পাশে ছিলাম, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। এবার যদি তিনি সদর-বন্দর আসনে এমপি প্রার্থী হন, তাহলে তাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ’। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, জনদুর্ভোগ কমাতে অতি সম্প্রতি বন্দরের মিনারবাড়ি স্ট্যান্ড থেকে লাঙ্গলবন্দ স্ট্যান্ড, নবীগঞ্জ স্ট্যান্ড থেকে মিনারবাড়ি স্ট্যান্ড ও ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার থেকে চাঁন মার্কেট পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ পৃথক ৩টি সড়কের সংস্কার করে মাকসুদ হোসেন জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তাছাড়া জনকল্যাণে ও মানবিক সহায়তার লক্ষ্যে মাকসুদ পরিবারের সদস্যরা দিন রাত বন্দরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। তারই অংশ হিসেবে ব্যক্তিগত অর্থায়ণে বেশ কিছু রাস্তা, ছোট ছোট ব্রিজ ও ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ও মন্দিরের উন্নয়ণে আর্থিক সহায়তা, অসুস্থদেরকে চিকিৎসা সহায়তা, গৃহহীনকে ঘর নির্মাণ করে দেয়া, খেলাধুলা, বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপক অংশগ্রহণ সহ অসংখ্য ও অগণিত উন্নয়ন করার মাধ্যমে মাকসুদ হোসেন এই আসনের জনগণের কাছে একজন আস্থার প্রতীক ও প্রিয়ভাজনে পরিণত হয়েছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯