আজ সোমবার | ২৫ আগস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ১ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:৩৭

ইজিবাইক থেকে ছাত্রদল নেতার চাদাঁবাজি!

ডান্ডিবার্তা | ২৪ আগস্ট, ২০২৫ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চাষাড়া হতে পঞ্চবটী রুটে যাতায়াতাকারী ইজিবাইক থেকে নিয়মিতভাবে চাদাঁ আদায়ের অভিযোগ পাওয়া গেছে সদ্য সাবেক সদও থানা ছাত্রদলের সভাপতি রবিন সরকার পায়েলের বিরুদ্ধে। তবে পায়েল মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার নির্দেশ ও আর্শীবাদে এ চাদাঁ তোলেন বলেন একাধিক সুত্রে জানা যায়।সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থাগুলো আপ্রান চেষ্টা চালালেও যানজট নিরসনের নামে কয়েকজন অনুগত দিয়ে ইজিবাইক প্রতি ৫০ টাকা হারে উত্তোলন করাচ্ছে নামধারী এ ছাত্রদল নেতা। পঞ্চবটী টু চাষাড়া রুটে চলাচলকারী একাধিক ইজিবাইক চালক জানান,এ রুটে প্রতিদিন ১৩০টি ইজিবাইক নিয়মিতভাবে চলাচল করে। ছাত্রদল নেতা পায়েল তার সেকেন্ড ইন কমান্ড সাঈদের নেতৃত্বে দুইজন লাইনম্যান হিসেবে নিয়োগ দিয়ে গাড়ি প্রতি ৫০ টাকা হারে চাদাঁ আদায় করাচ্ছেন। যদি কোন চালক চাদাঁ দিতে অস্বীকৃতি জানান তাহলে লাইনম্যান দিয়ে তাদেরকে শারীরিকভাবে নির্যাতনও করানো হয়। আর এ চাদাঁর টাকার জন্য ছাত্রদল নেতা রবির সরকার পায়েলের লোকজনের কাছে প্রতিদিনই একাধিক চালক মারধরের শিকার হচ্ছেন। চাদাঁর টাকা দিতে না চাইলে তাদেরকে চাষাড়ায় প্রবেশে বাধা এবং তাদের গাড়ির চাকাগুলো ফুটো করে দেয়া হয় বলে অভিযোগ করেন একাধিক চালক। এদিকে মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার পক্ষেই নাকি প্রতিদিন ইজিবাইক প্রতি ৫০ টাকা হারে চাদাঁ তোলছেন ছাত্রদল নেতা পায়েলের অনুগতরা। প্রতিদিন ১৩০টি ইজিবাইক থেকে ৫০ টাকা হারে দৈনিক ৬৫০০ টাকা যা মাস শেষে ১ লক্ষ ৯৫ হাজার টাকা চাদাঁ তোলা হচ্ছে এখান থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক চালক জানান, সাবেক এ ছাত্রদল নেতা রবিন সরকার পায়েল চাষাড়ায় আল জয়নাল ট্রেড সেন্টারের নিচ তলায় একটি দোকানঘর ভাড়া নিয়ে সেখানে বসেই ইজিবাইক থেকে চাদাঁবাজি নিয়ন্ত্রন করছেন। মাসখানেক পুর্বে চাষাড়া মহিলা কলেজের সামনে থেকে ইজিবাইক থেকে চাদাঁ উত্তোলনের সময় ছাত্রদল নেতা পায়েলের এক চাদাঁবাজকে চাদাঁর টাকাসহ আটক করে নিয়ে আসে ফতুল্লা মডেল থানা পুলিশ। বহু দরকষাকষির পর সার্কেল এসপিকে নাকি মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে থানা থেকে বের কওে নিয়ে যায় ছাত্রদল নেতা রবিন সরকার পায়েল। এ রুটে নিয়মিত যাতায়াতকারী একাধিক যাত্রী জানান, ৫ আগষ্টের পর থেকে অনেকটা শান্তিপুর্নভাবেই যাতায়াত করছিলাম। কারনে –অশারনে কোন ভাড়া বেশী দিতে হতোনা। কিন্তু এ সকল চাদাঁবাজদের কারনে আমাদেরকে প্রতিদিনই চাষাড়া থেকে পঞ্চবটী যাতায়াত করতে ১০ টাকার স্থালে ১৫ টাকা থেকে ২০ টাকা গুনতে হচ্ছে নিয়মিতভাবে। বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে চাদাঁবাজদের দৌরাত্মের কারনে আমাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে নিয়মিত। যানজট নিয়ন্ত্রনে পরিবর্তে উল্টো মাত্রাতিরিক্ত ইজিবাইক ও মিশুক শহরে প্রবেশ করাচ্ছে পায়েলদের মত চাদাঁবাজরা। কারন যত গাড়ি তত টাকা। এ মনমানসিকতার কারনে শহরের প্রতিটি প্রবেশমুখ দিয়ে অতিরিক্ত ইজিবাইক ও মিশুক প্রবেশ করাচ্ছে পায়েলদের মত ছাত্রদলের নামধারী চাদাঁবাজরা। ইজিবাইক চালকরা জানান, নেতাদেরকে চাদাঁ তো আমাদের বাসা থেকে এনে দেবনা। তাদের দাবীকৃত চাদাঁর টাকা যাত্রীদের কাছ থেকেই আদায় করতে হবে তাই ভাড়া বাড়াতে বাধ্য হই। এ রুটে যাতায়াতকারী যাত্রীদের দাবী, ইজিবাইক চালকদের ইচ্ছে মত ভাড়া বৃদ্ধি বন্ধে ইজিবাইকের চাদাঁবাজ নামধারী ছাত্রদল নেতা রবিন সরকার পায়েল ও তার বাহিনীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা