আজ বৃহস্পতিবার | ২৮ আগস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ৪ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৭:১৬

নারায়ণগঞ্জে রোহিঙ্গা তরুণীসহ ২জন আটক

ডান্ডিবার্তা | ২৮ আগস্ট, ২০২৫ | ১২:০০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করতে গিয়ে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। গতকাল বুধবার বিকেলে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তার প্রকৃত পরিচয় প্রকাশ পেয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। এ সময় তার স্বামী বাংলাদেশি যুবক মেজবাহকেও আটক করা হয়। আটক রোহিঙ্গা নারীর পরিচয় জাতীয় পরিচয়পত্রে ছিল হাসিনা (২৯)। তবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে দেখা গেছে, তার আসল নাম মিনারা (৩৫)। রোহিঙ্গা ডাটাবেস অনুযায়ী, তিনি ২০১৭ সালের ১০ আগস্ট বাংলাদেশে প্রবেশ করেন এবং তার রেফারেন্স নম্বর ১৪০২০১৭১২২৮১৫৩৬৫৬। আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন জানান, “গত তিন মাসে আরও তিনজনকে আটক করা হয়েছে, যারা ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে চেয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি অত্যন্ত কার্যকর; যারা রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত, তাদের জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করা সম্ভব নয়।” অফিসের এক কর্মকর্তা জানান, কক্সবাজার, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বড় দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা জনপ্রতিনিধিদের সঙ্গে যোগসাজশ করে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন ও এনআইডি তৈরি করায়। পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, “ঘটনার পরপরই হাসিনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোহিঙ্গাদের আটকের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিচ্ছি না। বিষয়টি সরকারের কঠোর নজরদারিতে রয়েছে।” তিনি আরও যোগ করেন, “যতই কৌশল ব্যবহার করা হোক না কেন, জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করা সম্ভব নয়। প্রতিদিন শত শত মানুষ আসেন, কিন্তু আমাদের কর্মকর্তারা সতর্কতার সঙ্গে যাচাই করছেন। আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।” উপপরিচালক শামীম আহমদ নাগরিকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, “রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশিকে সহযোগিতা করে কেউ পাসপোর্ট করতে সহায়তা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের ভাবমূর্তি রক্ষায় আমরা শূন্য সহনশীলতা নীতি মেনে চলছি।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা