
ডান্ডিবার্তা রিপোর্ট
আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করতে গিয়ে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। গতকাল বুধবার বিকেলে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তার প্রকৃত পরিচয় প্রকাশ পেয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। এ সময় তার স্বামী বাংলাদেশি যুবক মেজবাহকেও আটক করা হয়। আটক রোহিঙ্গা নারীর পরিচয় জাতীয় পরিচয়পত্রে ছিল হাসিনা (২৯)। তবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে দেখা গেছে, তার আসল নাম মিনারা (৩৫)। রোহিঙ্গা ডাটাবেস অনুযায়ী, তিনি ২০১৭ সালের ১০ আগস্ট বাংলাদেশে প্রবেশ করেন এবং তার রেফারেন্স নম্বর ১৪০২০১৭১২২৮১৫৩৬৫৬। আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন জানান, “গত তিন মাসে আরও তিনজনকে আটক করা হয়েছে, যারা ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে চেয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি অত্যন্ত কার্যকর; যারা রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত, তাদের জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করা সম্ভব নয়।” অফিসের এক কর্মকর্তা জানান, কক্সবাজার, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বড় দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা জনপ্রতিনিধিদের সঙ্গে যোগসাজশ করে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন ও এনআইডি তৈরি করায়। পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, “ঘটনার পরপরই হাসিনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোহিঙ্গাদের আটকের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিচ্ছি না। বিষয়টি সরকারের কঠোর নজরদারিতে রয়েছে।” তিনি আরও যোগ করেন, “যতই কৌশল ব্যবহার করা হোক না কেন, জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করা সম্ভব নয়। প্রতিদিন শত শত মানুষ আসেন, কিন্তু আমাদের কর্মকর্তারা সতর্কতার সঙ্গে যাচাই করছেন। আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।” উপপরিচালক শামীম আহমদ নাগরিকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, “রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশিকে সহযোগিতা করে কেউ পাসপোর্ট করতে সহায়তা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের ভাবমূর্তি রক্ষায় আমরা শূন্য সহনশীলতা নীতি মেনে চলছি।”
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯