আজ শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২ | ২৫ রবিউস সানি ১৪৪৭ | সন্ধ্যা ৬:১০

অস্ত্রসহ শহরে চার ছিনতাইকারী গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ১৮ অক্টোবর, ২০২৫ | ৮:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চারজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ দল। এই চক্রটি ‘কিশোর গ্যাং’ নামে পরিচিত এবং তারা দীর্ঘদিন ধরে সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত বিভিন্ন স্থানে যাত্রী ও পথচারীদের ওপর হামলা চালিয়ে ছিনতাই করত। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে এই যৌথ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মো. সোহরাব (২২): পিতা- নূরুল ইসলাম। মো. মিরাজ (২৮): পিতা- নূরুল ফকির। মো. মনজু (৩০): পিতা- আব্দুল করিম। মো. আলমগীর হোসেন (৩২): পিতা- মো. মজনু ব্যাপারী। গ্রেপ্তারকৃতরা সকলেই জেলার ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম এবং ফতুল্লা থানার রাত্রিকালীন কিলো-২ (চাষাড়া হতে ভুঁইঘর) ডিউটিতে নিয়োজিত এসআই মো. মিজানুর রহমানের টিম এই সফল অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাং নামে পরিচিত এই ছিনতাইকারীরা মূলত সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত দূরপাল্লার গাড়ি থেকে নামা যাত্রীদের লক্ষ্য করত। তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিল। গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। এই অভিযানের ফলে ওই রুটে রাতের বেলায় ছিনতাইয়ের ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা