
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার পাগলা মুন্সিখোলার একটি পরিত্যাক্ত দোকান থেকে বশির (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি বশির কে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নিহত বশির ফতুল্লা মডেল থানার পাগলা জেলেপাড়া এলাকার বাসীন্দা। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে ফতুল্লা মডেল থানার পাগলা মুন্সিখোলাস্থ একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে নিহত বশিরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মেয়ে জানায়, সকাল ১০ টার দিকে তার বাবা বাসা থেকে বের হয়। বের হওয়ার সময় তাকে জিজ্ঞেস করেছিলো কিছু খাবে কিনা। কিন্ত মেয়েটি বলে কিছু খাবেনা। কিছুক্ষণ পর লোকমুখে জানতে পারে তার বাবার লাশ দোকানের ভিতর পড়ে আছে। ঘটনাস্থলে এসে দেখতে পায় তার বাবার মৃত দেহ দোকানের ভিতর পরে আছে। তার দাবী পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। পাশের দোকানের লোকজনই তাকে হত্যা করেছে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সকাল ১০ থেকে সাড়ে দশটার দিকে নিহত বশির পরিত্যক্ত ঐ দোকান থেকে রড নিয়ে বের হয়। পরবর্তীতে আবার ঐ দোকান ঘরে প্রবেশ করে। তারপর আর বের হয়নি। তাদের দাবী তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, নিহত বশীর একজন মাদকাসক্ত ছিলো। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) মোঃ হাসিনুজ্জামান জানান, সংবাদ পেয়ে তিনি সহ ফতুল্লা থানা পুলিশের একাধিক টিম বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে পৌছান। সেখানে গিয়ে ঘটনাস্থলের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে দেখতে পান সকাল ১০টার দিকে নিহত বশির পরিত্যক্ত ঐ দোকান থেকে একটি লোহার রড নিয়ে বের হয়। পরবর্তীতে আবার এক ঘন্টা পর বশির দৌড়ে ঐ পরিত্যাক্ত দোকান ঘরে প্রবেশ করে। বেলা ১২টার দিকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌছান। নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘতের চিন্থ নেই। তবে নিহতের নাক দিয়ে রক্ত বের হয়েছিলো। নিহতের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। নিহত বশির মাদকাসক্ত ছিলো বলে তিনি তার(নিহতের) পরিবারের নিকট থেকে জানতে পেরেছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯