আজ শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২ | ২৫ রবিউস সানি ১৪৪৭ | সন্ধ্যা ৬:১০

বন্দরে প্রাইম বাবুলের জনসমর্থন তুঙ্গে

ডান্ডিবার্তা | ১৮ অক্টোবর, ২০২৫ | ৯:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সদর-বন্দর আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আবু জাফর আহম্মদ বাবুল গতকাল শুক্রবার বিকালে বন্দরে হাজারো নেকাকর্মী ও সমর্থক নিয়ে গণমিছিল ও লিফলেট বিতরণ করেছেন। বিকালে কদম রসুল দরগাহ জামে মসজিদে আসর নামাজ আদায় শেষে নেতাকর্মী সমর্থকদের নিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে ধানের শীষের শত শত সমর্থক সেখানে জড়ো হয়ে বাবুলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। লিফলেট বিতরনের অনুষ্ঠানটি এক পর্যায়ে গণমিছিলে রূপ নেয়। আবু জাফর বাবুল বন্দরবাসীর বিভিন্ন দাবি দাওয়ার প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে বন্দর ও শহরের মধ্যে সেতুবন্ধনের যে সেতুর ভিত্তিপ্রস্তর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্থাপন করে ছিলেন তা বাস্তবায়নসহ বন্দরের সকল সমস্যার সমাধানে প্রথমেই উদ্যোগ গ্রহণ করব। আবু জাফর বাবুলকে পাশে পেয়ে ধানের শীষের কর্মী সমর্থকরা আবেগ আপ্লুত হয়ে বিভিন্ন শ্লেগান দিয়ে কদম রসুল থেকে বন্দর খেয়াঘাট পর্যন্ত আসে। কদম রসুল থেকে কয়কশত নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ ও ধানের শীষের ভোট চেয়ে কর্মসূচি শুরু করলেও সেই কর্মসূটিতে শত শত মানুষ যোগ দেয়। এক সময় লিফলেট বিতরণের কর্মসূচিটি গণমিছিলে রূপ নেয়। দিন যত যাচ্ছে আবু জাফর বাবুলের কর্মী সমর্থক ততটাই বেড়ে চলেছে। কদম রসুল এলাকার ব্যবসায়ী আলী হোসেন জানান, এর আগেও একজন ব্যবসায়ী এখানকার এমপি হয়েছিল। তিনি সাধারণ মানুষের কোন কাজে আসেনি। ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, আবু জাফর বাবুল কদম রসুল দরবারে জেয়ারতে আসবে শুনে আমরা এখানে এসেছি তাকে দেখার জন্য। তাকে দেখে মনে হলো তিনি সাধারণ মানুষের নেতা। তিনি এসেই সকলের সাথে মিশে গেছেন। আমরা এমন এমপিই চাই। মনে করি তিনি এমপি হলে আমরা তার কাছে যেতে পারব। স্থানীয় রিকশা চালক জুলহাস বলেন, বাবুল ভাই আসবে শুনে রিকশা গ্যারেজে বন্ধ করে এখানে এসেছি। তাকে এক নজর দেখার জন্য। তাকে দেখে মনে হলো তিনি যোগ্য নেতা। কারণ তিনি সকলের সাথে মিশে একাকার হয়ে গেছেন। এলাকার লোকজন আগে জানলে কদম রসুল জনসমুদ্রে পরিনত হত। আবু জাফর বাবুল কদম রসুল দরগাহ জেয়ারত করে নেতাকর্মী ও সমর্থকদের অভিনন্দন জানিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। তিনি নিজ হাতে কদম রসুল দরগাহ থেকে পায়ে হেঁটে বন্দর খেয়াঘট পর্যন্ত গণসংযোগ করেন। গণসংযোগ বিশাল মিছিলে পরিনত হয়। তিনি বিভিন্ন দোকানে ও পখচারিদের মধ্যে লিফলেট বিতরন করেন এবং ধানের শীষের ভোট চান। এ ব্যপারে স্থানীয়রা বলেন, দিন দিন বন্দরে আবু জাফর বাবুলের জনসমর্থন বাড়ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা