
ডান্ডিবার্তা রিপোর্ট
সদর-বন্দর আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আবু জাফর আহম্মদ বাবুল গতকাল শুক্রবার বিকালে বন্দরে হাজারো নেকাকর্মী ও সমর্থক নিয়ে গণমিছিল ও লিফলেট বিতরণ করেছেন। বিকালে কদম রসুল দরগাহ জামে মসজিদে আসর নামাজ আদায় শেষে নেতাকর্মী সমর্থকদের নিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে ধানের শীষের শত শত সমর্থক সেখানে জড়ো হয়ে বাবুলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। লিফলেট বিতরনের অনুষ্ঠানটি এক পর্যায়ে গণমিছিলে রূপ নেয়। আবু জাফর বাবুল বন্দরবাসীর বিভিন্ন দাবি দাওয়ার প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে বন্দর ও শহরের মধ্যে সেতুবন্ধনের যে সেতুর ভিত্তিপ্রস্তর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্থাপন করে ছিলেন তা বাস্তবায়নসহ বন্দরের সকল সমস্যার সমাধানে প্রথমেই উদ্যোগ গ্রহণ করব। আবু জাফর বাবুলকে পাশে পেয়ে ধানের শীষের কর্মী সমর্থকরা আবেগ আপ্লুত হয়ে বিভিন্ন শ্লেগান দিয়ে কদম রসুল থেকে বন্দর খেয়াঘাট পর্যন্ত আসে। কদম রসুল থেকে কয়কশত নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ ও ধানের শীষের ভোট চেয়ে কর্মসূচি শুরু করলেও সেই কর্মসূটিতে শত শত মানুষ যোগ দেয়। এক সময় লিফলেট বিতরণের কর্মসূচিটি গণমিছিলে রূপ নেয়। দিন যত যাচ্ছে আবু জাফর বাবুলের কর্মী সমর্থক ততটাই বেড়ে চলেছে। কদম রসুল এলাকার ব্যবসায়ী আলী হোসেন জানান, এর আগেও একজন ব্যবসায়ী এখানকার এমপি হয়েছিল। তিনি সাধারণ মানুষের কোন কাজে আসেনি। ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, আবু জাফর বাবুল কদম রসুল দরবারে জেয়ারতে আসবে শুনে আমরা এখানে এসেছি তাকে দেখার জন্য। তাকে দেখে মনে হলো তিনি সাধারণ মানুষের নেতা। তিনি এসেই সকলের সাথে মিশে গেছেন। আমরা এমন এমপিই চাই। মনে করি তিনি এমপি হলে আমরা তার কাছে যেতে পারব। স্থানীয় রিকশা চালক জুলহাস বলেন, বাবুল ভাই আসবে শুনে রিকশা গ্যারেজে বন্ধ করে এখানে এসেছি। তাকে এক নজর দেখার জন্য। তাকে দেখে মনে হলো তিনি যোগ্য নেতা। কারণ তিনি সকলের সাথে মিশে একাকার হয়ে গেছেন। এলাকার লোকজন আগে জানলে কদম রসুল জনসমুদ্রে পরিনত হত। আবু জাফর বাবুল কদম রসুল দরগাহ জেয়ারত করে নেতাকর্মী ও সমর্থকদের অভিনন্দন জানিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। তিনি নিজ হাতে কদম রসুল দরগাহ থেকে পায়ে হেঁটে বন্দর খেয়াঘট পর্যন্ত গণসংযোগ করেন। গণসংযোগ বিশাল মিছিলে পরিনত হয়। তিনি বিভিন্ন দোকানে ও পখচারিদের মধ্যে লিফলেট বিতরন করেন এবং ধানের শীষের ভোট চান। এ ব্যপারে স্থানীয়রা বলেন, দিন দিন বন্দরে আবু জাফর বাবুলের জনসমর্থন বাড়ছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯