
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে সন্ধ্যা নামার সাথে সাথেই ডাকাতের উপদ্রব বেড়েছে। হাইওয়ে সড়কের রূপগঞ্জ গোলাকান্দাইল ব্রিজ থেকে সোনারগাঁ বস্তল পর্যন্ত প্রতিদিন ঘটছে ডাকাতির মতো ঘটনা। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়জায়, গত বছরের ৫ আগষ্টের পর থেকে এই ডাকাতের উপদ্রব বেড়েছে। প্রশাসনের টহলরত টিমের চোখ ফাঁকি দিয়ে, প্রশাসন কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছে এই অপকর্ম,যা দিন দিন এর উপদ্রব বেড়েই চলেছে। এতে দূরপাল্লার বাহন সহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী আরো জানান, ৫ আগস্টের আগে এই সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ডাকাতির উপদ্রব বেড়েছে। এলাকার স্থানীয় ব্যবসায়ী মো. জহির মিয়া জানান, আমি বিকাশের ব্যবসা করি এলাকার সাইদুল মার্কেটে।বেশ কিছুদিন আগে প্রতিদিনের মতো ঐ দিন ও সন্ধ্যায় দোকান বন্ধ করে নগদ প্রায় চার লাখ টাকা নিয়ে মার্কেট থেকে পাকুন্দা আমার বাড়ি যাওয়ার পথে ডাকাত দল আমাকে হামলা চালায়, মারণাস্ত্র, দেখিয়ে আমাকে ভয় দেখায় এবং চাইনিজ কুড়াল, রামদা দিয়ে কুপিয়ে আমাকে রক্তাক্ত জখম করে আমার সর্বস্ব কেড়ে নেয়।কি বলবো ভাই এলাকায় ডাকাতের যে উপদ্রব বেড়েছে,এখন তো জীবন নিয়েই আতংকে আছি। এছাড়াও গত ২৫ আগষ্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রায় দুই ঘণ্টা চালাচল কৃত বিভিন্ন যানবাহন আটকে চালকদের মারধর করে, ডাকাতির ঘটনা ঘটেছে পেচাইন ব্রিজে। পরে প্রশাসন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এলাকার গোলাকান্দাইল, পাকুন্দা, বালিয়া পাড়া সড়ক, পাকুন্দা এসিয়ান হাইওয়ে ব্রিজ, পারহাউজ, শিংলাব ব্রিজ এলাকায় চলে বেশিরভাগ ডাকাতি।সন্ধা ৮ টার পর থেকেই ডাকাতি শুরু হয় বলে জানা যায়। ডাকাতদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকায় কেউ সামনে যেতে সাহস পায় না। এমতাবস্থায় আমরা এলাকাবাসী অনিরাপত্তায় ভুগছি। সন্ধ্যার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এছাড়াও এই সড়কটি দিয়ে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে। ডাকাতের উপদ্রপে যান চলাচল কমতে শুরু করেছে। এমতাবস্থায় চলতে থাকলে দিন দিন এই সড়কটি ডাকাতদের অবাসস্থলে পরিণত হবে ।তাই প্রশাসনের কাছে দাবি এখনি ডাকাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯