আজ শনিবার | ৩০ আগস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ৬ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১:৫৭

কোন রোগী যাতে বিনা চিকিৎসায় মারা না যায়

ডান্ডিবার্তা | ২৯ আগস্ট, ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারাায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীদের জন্য ডেঙ্গু কিট এবং পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন গর্ভবতী নারীদের জন্য আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: মুশিউর রহমান, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা: আবুল বাশার, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক সহ আরো অনেকে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জে যাতে কোন রোগী বিনা চিকৎসায় মারা না যায় এ দিকে চিকিৎসকদের খেয়াল রাখার আহবান জানান। গত মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে। এজন্য আমাদের সচেতনতার বিকল্প নাই। আমরা রোগীদের জন্য জেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে ডেঙ্গু কীট সরবরাহ করেছি। গর্ভবতী মায়েদের আয়রণের ঘাটতি দূর করার মাধ্যমে আমরা আগামী দিনের শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে চাই।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা