আজ বৃহস্পতিবার | ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০ ভাদ্র ১৪৩২ | ১১ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:১৩

হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে ৪৪৮ কোটি টাকা আত্মসাতের মামলা

ডান্ডিবার্তা | ০২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নামসর্বস্ব প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে ৪৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ সূচনা ফাউন্ডেশনে দানের কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের ঘুস আদায় করা হয়। পরে নানা কায়দায় ওই অর্থ আÍসাৎ করা হয়েছে। গতকাল সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, এই অর্থ লোপাটের সহযোগী হিসাবে সাবেক মন্ত্রী-এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ীসহ অন্তত ৩৫ জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় ৪৪৮ কোটি টাকা আÍসাতের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করবে সংস্থাটি। চলতি বছরের জানুয়ারিতে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধাসদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটিসহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতেই এর অস্তিত্ব খুঁজে পায়নি তারা। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও সাত মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট, কর ফাঁকিসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। মামলায় অন্যদের মধ্যে উল্লেখযোগ্য সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি প্রফেসর ডা. মাজহারুল মান্নান, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সায়ফুল্লাহ আব্দুল্লাহ, ব্যবসায়ী সালমান এফ রহমান ও ডা. প্রাণ গোপাল দত্তকে আসামি করার সিদ্ধান্ত হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা