
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় নাপিতকে কোপানোর ঘটনায় মামলা হলেও সকল মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে ঘুরলেও গ্রেফতার করছে না সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বরং মামলা করায় ভুক্তভোগী বাদীসহ পরিবারের অন্যদের বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে আসামিরা। ফলে নিরাপত্তা হীনতায় ভুগছেন আহতের পরিবার। এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে মাসিক মাসোহারা দিয়ে বহাল তবিয়তে মাদক ব্যবসা পরিচালনা করছে মাদক কারবারিরা বলে অভিযোগ এ এলাকার বসবাসরত বাসিন্দাদের। মাদক কারবারে যুক্তদের গ্রেফতারে থানা পুলিশের কোন অভিযান না থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদক ব্যবসায়ীর সংখ্যা। আদমজী এলাকার নতুনবাজার, বিহারী ক্যাম্পসহ একাধিক এলাকার মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মামলা হলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে। এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জমজমাটভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে স্থানীয় রাজনৈতিক নেতা ও থানা প্রশাসনকে ম্যানেজ করে। ফলে তাদের গ্রেফতার করার বিষয়ে পুলিশের কোনো তৎপরতা নেই। এমন অভিযোগ করেছেন এলাকার সচেতন নাগরিকরা। স্থানীয় সূত্র জানায়, আদমজী নতুন বাজার এলাকার পক্ষী মুজিবরের ছেলে নাহিদ (৩৫), নাহিদের ভাই রাব্বি (২০), মিজান (২৫), টাল মজিবুরের ছেলে তুষার (৩৫), আদমজী সুমিলপাড়া পাম্প হাউজ এলাকার বাবলা (৩৬), বিহারি কলোনির ছোট মসজিদ স্কুলের পাশে আরমান (৩৭), বিহারী ক্যাম্প ৩নং বালুর মাঠ এলাকার জলিলের ছেলে ওকিল (৪২) মাদকের ডিলার নাহিদ এবং ভুয়া সাংবাদিক মাদক ব্যবসায়ী ফর্মা তুষারের মাধ্যমে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ গ্রেফতার না করায় হতাশ সিদ্ধিরগঞ্জের সচেতন নাগরিক সমাজ। গত কয়েকদিন আগে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মুস্তাক (৪৫) নামে এক নাপিতকে কুপিয়ে হত্যাচেষ্টা চালায় মাদক সম্রাট নাহিদ ও তুষার বাহিনী। এ ঘটনায় আহত মুস্তাকের ভাই বাদী হয়ে নাহিদ ও তুষার সহ তাদের বাহিনীর ১৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলার এক আসামি সোলায়মান (২৭)কে গ্রেপ্তার করে। কিন্তু মূলহোতারা এখনো গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেফতারে পুলিশও রয়েছে নিশ্চুপ। নাসিক ৬নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, মাদকের ডিলার নাহিদের বিরুদ্ধে হত্যাসহ এক ডজন মামলা রয়েছে। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অসাধু কিছু কর্মকর্তাকে নাহিদ মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে চলছে বলে সে থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তার সহযোগী তুষার ভুয়া সাংবাদিক পুলিশের সোর্স হওয়ায় পুলিশের তৎপরতার খবর আগেই পেয়ে যায় মাদকের ডিলার নাহিদ। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানা যায়, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকাসহ বিহারী কলোনি পুরো এলাকা মাদকের ডিলার নাহিদের নিয়ন্ত্রণে। বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতারের ভয়ে নাহিদ দিনে এলাকায় থাকে না। রাতে আসে। তার প্রধান সোর্স চাচাতো ভাই মাদক ব্যবসায়ী তুষার ও দুই ভাই মিজান ওরফে ডিলার মিজান রাব্বি এই তিন জনকে দিয়ে ব্যবসা পরিচালনা করে নাহিদ। এসব মাদক ব্যবসায়ীর কারণে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। এদিকে এসব মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে থাকলেও গ্রেফতারে থানা পুলিশের ভূমিকাকে রহস্যজনক হিসেবে দেখছে এলাকাবাসী। তারা সেনাবাহিনী, র্যাব-১১’র অভিযানের মাধ্যমে এসব আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯