আজ বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২ | ২ রবিউস সানি ১৪৪৭ | রাত ২:২৩

নির্বাচনী হাওয়া লাগেনি রূপগঞ্জ-আড়াইহাজারে

ডান্ডিবার্তা | ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সব চেয়ে বেশী জোরে নির্বাচনী হাওয়া বইছে সোনারগাঁয়ে। সেই সাথে এ হাওয়া শহর, বন্দর ও ফতুল্লায় বাইছে। কিন্তু সেই তুলনায় রূপগঞ্জ, আড়াইহাজার এই দুটি আসনেই রয়েছে বিএনপির প্রার্থীদের প্রতিযোগীতায় তেমন তৎপরতা নেই বললেই চলে। বিএনপির সমভাব্য প্রার্থীদের কর্মী সমর্থকদেরও তেমন তৎপরতা চোখে পড়ছে না। তারা যেন নিরব হয়ে আছেন। রূপগঞ্জ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ হোসেন টুটুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন। তবে এ আসনে হেভীওয়েট বিএনপির প্রার্থী হচ্ছে কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান দিপু তাদের মধ্যে তীব্র প্রতিযোগীতা থাকলেও নির্বাচন কেন্দ্রীক তেমন প্রতিযোগীতা দেখা যাচ্ছে না। তাদের বিভিন্ন সময় দেখা যায় নেতৃত্বের প্রতিযোগীতায় মেতে উঠতে। এরমধ্যে দেখা যাচ্ছে প্রায়ই দিপু ব্লকের সমর্থকরা বিভিন্ন ভাবে কাজী মনিরুজ্জামান গ্রুপকে ঘায়েল করার জন্য মেতে উঠতে দেখা যাচ্ছে। তবে এরমধ্যে নয়া দুই প্রার্থী শরীফ হোসেন টুটুল, দুলাল হোসেন নিজেদেরকে পরিচিতি করে তুলতে বিভিন্ন পস্থায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যার ফলে রূপগঞ্জ আসনে নির্বাচনী প্রতিযোগীতা অনেকটা নীরব। আড়াইহাজার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও কেন্দ্রীয় মহিলদল নেত্রী পারভীন। আড়াইহাজারে বিএনপির রাজনীতিতে একক আধিপত্য রয়েছে নজরুল ইসলাম আজাদের। সেখানে তার প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আঙ্গুর, মাহমুদুর রহমান সুমন নির্বাচনী প্রতিযোগীতায় টিকে থাকলেও আজাদের সাথে প্রতিযোগীতায় টিকছে না। তাছাড়া আজাদের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে আঙ্গুর-সুমনের সমর্থকরা তাদের সঙ্গ ত্যাগ করে আজাদ বলয়ে যোগ দিচ্ছেন। সেই সাথে আজাদ নির্বাচনী প্রতিযোগীতায় ডায়নামিক এবং নয়া পরিকল্পনা, নয়া আঙ্গিকে জনগণের দ্বারপ্রান্তে গিয়ে নির্বাচনী কথা বলছেন আজাদ। যার ফলে আড়াইহাজারে আসনে নির্বাচনী প্রতিযোগীতা অনেকটা নীরব।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা