আজ বুধবার | ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২ | ১ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৫৫

স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামী শফিক বন্দরে গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রায় ১৪ বছর আগে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে হত্যার পর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে র‍্যাব-১১। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারীর পর গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামীর নাম মো. শফিক মিয়া (৪৫)। ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে। সোনারগাঁ থানাধীন কাঁচপুরের পুরাতন বাজার এলাকার জনৈক করিম খানের ভাড়া বাসায় স্ত্রী সখিনা বেগমের সাথে বসবাস করতেন মো. শফিক মিয়া। প্রায়ই শফিক মিয়া যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সখিনা বেগমের পিতার আর্থিক অবস্থা ভালো না থাকায় যৌতুকের টাকা দেওয়া সম্ভব ছিল না। এরই জেরে ১৪ সেপ্টেম্বর রাত ১টার পর ক্ষিপ্ত হয়ে শফিক তার স্ত্রী সখিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে বোনের মৃতদেহ দেখতে পান। এই নৃশংস ঘটনার পরদিন ১৫ সেপ্টেম্বর নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে বিজ্ঞ আদালত অভিযুক্ত মো. শফিক মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। এরপর থেকে শফিক মিয়া পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে র‍্যাব-১১ তার ওপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ একটি দল গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে খুনী শফিক মিয়াকে আটক করে। আটককৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, র‌্যাব হত্যা মামলায় সাঁজাপ্রাপ্ত আসামীকে থানায় দিয়ে গেছে। আমরা তাকে আজ বুধবার আদালতে পাঠাবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা