
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলায় ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরাই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ে মোট ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৩টি বিদ্যালয় প্রধান শিক্ষক শূন্য। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এতে পাঠদান ও প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হচ্ছে। পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্শেদা আক্তার বলেন, ‘আমাকে মাসে অন্তত ১০ দিন উপজেলায় দাপ্তরিক কাজে যেতে হয়। তখন বিদ্যালয়ে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হয়।’ আমগাঁ বরগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলিমা আক্তার বলেন, ‘আমাকে প্রতি মাসের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত উপজেলায় থাকতে হয়। ফলে নিয়মিত ক্লাস নিতে পারি না। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।’ লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম বলেন, ‘আমাকে মাসের ৩ থেকে ৯ দিন উপজেলায় দাপ্তরিক কাজে যেতে হয়। এতে শিক্ষার মান দুর্বল হয়ে পড়ছে।’ টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা আক্তার জানান, ‘তিন বছর ধরে প্রধান শিক্ষক নেই। বর্তমানে মাত্র চারজন শিক্ষক দিয়ে বিদ্যালয় চালাতে হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় এর বিরূপ প্রভাব পড়ছে।’ পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক রবিউল ইসলাম বলেন, ‘শিক্ষক সংকটে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না। একজন শিক্ষককে একই সময়ে একাধিক ক্লাস নিতে হচ্ছে।’ এ বিষয়ে সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার বলেন, ‘প্রধান শিক্ষক নিয়োগ বা পদোন্নতি জাতীয় ইস্যু। কেন্দ্রীয়ভাবে নিয়োগ বা পদোন্নতি না হলে স্থানীয়ভাবে পদ পূরণ সম্ভব নয়। নানা জটিলতার কারণে পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকায় সমস্যাটি আরও প্রকট হয়েছে।’
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯