আজ বুধবার | ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২ | ১ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৪৩

সোনারগাঁয়ে ইয়াবাসহ নারী গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপ বদলানো কৌশলও এবার কাজে এলো না! এক হাজার দুইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে। আটককৃত নারীর নাম জেসমিন (৩৪), যার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। গতকাল মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি জানায়, গত সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর মো. নাইমুল ইসলামের নেতৃত্বে একটি দল মেঘনা টোল প্লাজার কাছে সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা মেট্রো-ব-১১-৭৭০৭ নম্বরের একটি “সিডিএম বাস” ঘটনাস্থলে এলে তাকে থামার সংকেত দেওয়া হয়। বাসটি থেকে একজন নারী যাত্রী দ্রুত নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে সঙ্গে থাকা নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার পরিচয় জানা যায়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা