আজ বুধবার | ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২ | ১ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৫১

বন্দরে ২ যুবককে অপহরণ কলাগাছিয়া থেকে উদ্ধার

ডান্ডিবার্তা | ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৭ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে ২ যুবককে অপহরণের পর ৪ লাখ টাকা মুক্তিপন দাবি করেছে মাদক স¤্রাট রিপন বাহিনী। দাবীকৃত টাকা না পেয়ে ড্যাকসেট ও ঢাক ঢোল বাজিয়ে রাতভর নির্যাতন চালায়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে বন্দর থানা পুলিশ বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাধবপাশা এলাকা থেকে তাদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ অপহরণকারী রিপনকে গ্রেফতার করে। পুলিশ আহত অবস্থায় জিসান (১৮)ও জুম্মানকে (২০) উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন নাসিক ২৩নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানি এলাকার হবিবুর রহমান হবির ছেলে। গত সোমবার রাত ১২টায় মাদক ব্যবসায়ী রিপনসহ কয়েকজন সঙ্গী সাথে নিয়ে একটি সিএনজিতে করে একরামপুর ইস্পাহানি বাজার এলাকা থেকে জিসানকে তুলে নেয় পরে চিতাশাল এলাকা থেকে জুম্মনকে অপহরণ করে। এই ঘটনায় বন্দর থানায়  মামলা হয়েছে। এ ব্যপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, অপহরণের শিকার ২ যুবককে উদ্ধার ও অপহরনকারী দলের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা