আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:১৬

নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না: র‌্যাব মহাপরিচালক

ডান্ডিবার্তা | ০২ অক্টোবর, ২০২৫ | ৯:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, এটি সম্প্রীতির বাংলাদেশ। এদেশ সকল ধর্মের লোকের, এদেশ নির্দিষ্ট কোনো ধর্মের লোকের জন্য নয়। ১৮ কোটি মানুষের দেশ এটি। এদেশে যে ধর্ম-বর্ণের হোন না কেন, আমরা সবাই সমান অধিকার নিয়ে প্রতিটি ধর্মের অনুষ্ঠান পালন করবো। একে-অপরকে সহায়তা করবো। এখানে বাধা দেওয়ার ও বিঘœ ঘটানোর কোনো প্রশ্নই আসে না। যারা বাধা দেয় ও বিঘœ ঘটায় তারা আইন ভঙ্গ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার বিকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই দুর্গাপূজা সফলভাবে আয়োজন করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর থেকে একটি প্রচেষ্টা ছিল। আমরা প্রত্যাশা করি এবারের উৎসব আগামীকাল মহাদশমীর মাধ্যমে সমাপ্তি হবে। এই পর্যন্ত যেভাবে চলেছে এতে আমরা সন্তুষ্ট। সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজা ম-পে নিরাপত্তার ব্যবস্থাপনা করেছি। এবং সে ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। তিনি আরও বলেন, এই উৎসবটি অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভালোভাবেই হচ্ছে। এই পর্যন্ত প্রায় ৩৫ হাজার ম-পের মধ্যে ৪৯টি ম-পে কিছু নাশকতাকারী, অসুস্থ মন মানসিকতার কিছু লোক তারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। আমরা সে বিষয়ে প্রতিটি ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই পর্যন্ত ১৯ জনের বেশি নাশকতাকরীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। র‍্যাবের মহাপরিচালক বলেন, আমরা প্রত্যাশা করি আগামী বছর এর চেয়ে ভালোভাবে উৎসবগুলো পালন করতে সক্ষম হবো এবং সেই প্রচেষ্টা এখন থেকেই করছি। কারণ আমরা কোনোভাবেই নাশকতাকারী ও দুষ্কৃতিকারীদের স্থান দিবো না। আমাদের যে ভালোবাসার সম্পর্ক, এটি যেন অটুট থাকে। এই পূজা, মুসলিমদের ঈদ জামাত ও খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠানগুলো স্বতঃস্ফূর্তভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছাড়া যেদিন করতে পারবো সেদিন হবে প্রকৃত আনন্দ। আমরা প্রত্যাশা করি সেদিন আসবে। এদেশে ধর্মীয় অনুষ্ঠানগুলো কোন রকম পাহারা ছাড়াই আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের উপস্থিততেই সম্পূর্ণ করতে পারবো। এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা