আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৫০

রূপগঞ্জে ৪৯টি মন্ডপে কাজী মনিরের নগদ অর্থ দান

ডান্ডিবার্তা | ০৩ অক্টোবর, ২০২৫ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে অনুষ্ঠিত ৪৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহŸান জানিয়ে শুরু হয়েছে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির অনুষ্ঠিত সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি হিন্দু স¤প্রদায়ের লোকদের খোঁজখবর নেন তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় ৪৯টি পূজা মন্ডপে নগদ অর্থ সহায়তা করেন। এ সময় কাজী মনির বলেন বাংলাদেশ একটি স¤প্রীতির দেশ। এখানে সকল ধর্মের লোক নির্বিঘেœ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। আমরা সবাই মানুষ আর মানুষ হিসেবে সবাইকে মূল্যায়ন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া, বিএনপি নেতা গোলাম রসুল, মজিবর মোল্লা, মিলন মিলন ভূঁইয়া, সাজোয়ার, শরীর প্রমুখ। সারাদেশের মতো রূপগঞ্জেও মন্ডপে মÐপে চলেছে দেবী দুর্গার আরাধনা। পূজা মÐপগুলোতে শোভা পাচ্ছে নান্দনিক প্রতিমা ও জমকালো আলোকসজ্জা। উপস্থিত ভক্তের মহা আনন্দে ঢাকঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত ছিল পূজামÐপগুলো। এবার শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। ধর্মীয় স¤প্রীতি আর মিলনমেলার মধ্য দিয়ে দিন-রাত ভক্তরা উপভোগ করছেন বছরের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। গতকাল বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা