আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৫৪

পূজায় যে স¤প্রীতি দেখেছি এটিই বাংলাদেশ

ডান্ডিবার্তা | ০৩ অক্টোবর, ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এ পূজায় আমরা যে বন্ধন যে সা¤প্রদায়িক স¤প্রীতি দেখেছি এটিই বাংলাদেশ। আমরা এ ঐতিহ্যকে ধারণ করেছি এটি বিশ্ববাসীকে দেখাতে চাই। আমাদের বাকি কাজটিও সুন্দরভাবে হবে এটিই কামনা করছি। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের পাঁচ নং ঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে টাইম ফ্রেম দেওয়া আছে। আমরাও চাই সাতটার মধ্যে প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাক। আমাদের এমন পরিকল্পনা রয়েছে। যারা প্রতিমা বিসর্জন করবেন তারা যেন নির্দিষ্ট সময়ে আসেন সেজন্য আমরা মÐপ কমিটির নেতাদের কাছে আহŸান জানাচ্ছি। তিনি আরও বলেন, আমি সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দরভাবে পূজা হচ্ছে। আমরা প্রতিটি উপজেলায় মÐপ পরিদর্শন করেছি। আমরা চাই সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজাটা উদযাপন করতে। তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই প্রতিমাগুলো আসবে। এ বিষয়ে আমাদের কাছে হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করেছিল ঘাটের জন্য। আপনারা দেখছেন নতুন ঘাটে তারা প্রতিমা বিসর্জন করবে। ঘাটটি এখন অনেক বড় করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা