আজ শুক্রবার | ৩ অক্টোবর ২০২৫ | ১৮ আশ্বিন ১৪৩২ | ১০ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ২:৫২

বিএনপি সকল ধর্ম ও স¤প্রদায়ের মানুষের সমান অধিকারে বিশ্বাসী

ডান্ডিবার্তা | ০৩ অক্টোবর, ২০২৫ | ১০:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আন্তরিকতা প্রকাশের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন এবং বারদী ইউনিয়নের মোট ১১টি পূজা মÐপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ পূজা মÐপ পরিদর্শনে তিনি হিন্দু স¤প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এই কামনা করেন। তিনি বলেন, “বিএনপি সবসময় সকল ধর্ম ও স¤প্রদায়ের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। আমাদের বাংলাদেশ সবার- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, সবাই এ দেশের নাগরিক; সবাই সমান অধিকার ভোগ করবে। মান্নানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, জাসাসের সভাপতি আমির হোসেন, পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, বারদী ইউনিয়ন বিএনপি নেতা নাছির মেম্বার, হালিম মেম্বার, মতিন, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা আমিনুল, খায়রুল, রতন, মাহফুজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। পূজা মÐপগুলোতে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। এসময় উৎসবমুখর পরিবেশে ধর্মীয় স¤প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চিত্র উঠে আসে। স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রতিটি ধর্মীয় উৎসবে বিএনপি নেতাকর্মীরা সনাতন স¤প্রদায়ের পাশে দাঁড়ান। আগামীতেও এই ঐতিহ্য বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা